আজকাল ওয়েবডেস্ক : গুজরাটে ফের নৃশংস ঘটনা। ১০ মাসের শিশুকন্যা ধর্ষণের অভিযোগ। নিজের বাড়িতে ওই শিশুটি যখন খেলা করছিল তখন তাকে তুলে নিয়ে যায় ওই পরিবারের বন্ধু দীপক কুমার। এরপর ওই শিশুর সঙ্গে যৌন নিপীড়ন করে সে এমনটাই অভিযোগ। 

 

পুলিশ জানিয়েছে ওই শিশুর মা প্রায় বাড়ির বাইরে কাজ করতে বের হন। সেই সময় তিনি নিজের শিশু তার কাছে রেখে যান। এরপর একদিন কাজ থেকে ফিরে এসে তিনি দেখেন শিশুর বিভিন্ন স্থান থেকে রক্ত পড়ছে। তাকে সোজা চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি জানান ওই শিশুর সঙ্গে যৌন অত্যাচার হয়েছে। 

 

এরপর আর দেরি না করে সোজা থানায় দীপক কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দীপক কুমারকে গ্রেপ্তার করেছে। ওই শিশুর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। তাকে বিশেষ ভাবে চিকিৎসা করা হচ্ছে। এই ঘটনার জেরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি সামলাতে গোটা এলাকায় পুলিশ মোতায়েন করেছে। 

 

পুলিশের পক্ষে বলা হয়েছে যেভাবে ওই শিশুকে যৌন অত্যাচার করা হয়েছে তারপর সকল অভিভাবক যেন নিজের শিশুকে সাবধানে রাখেন। তবেই এই ধরণের ঘটনা আটকান যাবে।