আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহের প্রথমদিন থেকেই বৃষ্টির পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরেই নিম্নচাপ। এর প্রভাবে উত্তর ও দক্ষিণ উভয়বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়াও। 

 

 

দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিঙপং এবং আলিপুরদুয়ারের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

 

শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই, তবে আকাশ থাকবে মেঘলা। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এই ২৭ ডিগ্রির আশপাশেই। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রির আশপাশে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় প্যাচপ্যাচে অস্বস্তি টের পাবে মহানগরবাসী এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। 

 

 

আলিপুর থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে। মায়ানমার থেকে সেটি ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এতে সোমবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপের জায়গাটি হবে পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছুটা দূরে। যত সময় যাবে সেটি শক্তি বাড়াবে বৃষ্টির পরিমাণ বাড়বে। 

 

 

মঙ্গলবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে জারি করা হয়েছে সতর্কতা, বাড়বে বৃষ্টি। বুধবার থেকে বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ বঙ্গের সর্বত্র। শনিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি। তবে এর কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।