আজকাল ওয়েবডেস্ক : ফের একবার কংগ্রেস শিবিরকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জাতীয় রাজনীতির সঙ্গে কংগ্রেস -এর কাজের তুলনা টেনে বলেন, দেশে কংগ্রেস নিজের জায়গা হারিয়েছে। মানুষ এখন আর কংগ্রেসকে বিশ্বাস করে না। এর জন্য দায়ী তারা নিজেই।
হাত শিবিরকে আক্রমণ শানাতে সরাসরি নরেন্দ্র মোদি দাবি করলেন, 'যে কংগ্রেসের সঙ্গে একদা মহাত্মা গান্ধীর মতো মহাপুরুষ যুক্ত ছিলেন সেই কংগ্রেস এখন টুকরে টুকরে গ্যাং' ও 'আরবান নকশাল' দ্বারা পরিচালিত। খোদ প্রধানমন্ত্রীর এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই জাতীয় রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।
রাহুল গান্ধীর নাম না করে মোদি বলেন, 'আজ আপনারা যে কংগ্রেসকে দেখছেন এটা সেই কংগ্রেস নয়, যার সঙ্গে একটা সময় মহাত্মা গান্ধীর মতো মহাপুরুষ যুক্ত ছিলেন। বর্তমান কংগ্রেসে দেশভক্তি নামের আত্মার মৃত্যু হয়েছে, এবং ঘৃণার ভূত ঘিরে ধরেছে। আজকের কংগ্রেসের নেতারা বিদেশের মাটিতে গিয়ে দেশবিরোধী এজেন্ডা ছড়ায়, দেশ ভাঙার কথা বলে, ভারতীয় সংস্কৃতির অপমান করে। এটা সেই কংগ্রেস যাকে টুকরে টুকরে গ্যাং' ও 'আরবান নকশাল'রা চালায়। আজ দেশের সবচেয়ে বেইমান ও দুর্নীতিগ্রস্ত দল কংগ্রেস।
