আজকাল ওয়েবডেস্ক:  ডুয়ার্সের চা বাগান এলাকায় যুবতীকে গনধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৫ যুবককে গ্রেপ্তার করেছে মালবাজার থানার পুলিশ। নির্যাতিতা যুবতীর অভিযোগ তাঁকে বিয়ার খাইয়ে অজ্ঞান করে ধর্ষন করা হয়েছে। ওই বিয়ারের সঙ্গে অন্যকিছু মেশানো হয়েছিল কি না সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনায় অভিযুক্ত ৫ ধৃত  সমীর পান্না, রাহুল কেরকেট্টা, অনুরাজ বাড়া, সুদেশ বাগওয়ার, সাহিদ তুর্কি কে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। জলপাইগুড়ি জেলা আদালতে সহকারি সরকারি আইনজীবী মৃন্ময় বন্দোপাধ্যায় জানান অভিযুক্ত ৫ জনের জামিনের আবেদন খরিজ করেন সিজেএম বিচারক। তাদের ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।  

মালবাজার থানায় অভিযোগ দায়ের করে ওই তরুণী জানিয়েছেন গত ১৬ তারিখ বিকেলে এক চা বাগানের হাটখোলা এলাকায় দুই বন্ধু রাহুল এবং সমীরের সঙ্গে দেখা করেন। তখন তারা জানায়  চা বাগানের গেটে তাদের আরও দুই বন্ধু অপেক্ষা করছে। ওই দুজনের সঙ্গেই ছিল বিয়ার। সবাই একসঙ্গে বিয়ার খায়ও। অভিযোগ, তারপরে অজ্ঞান হয়ে যান তরুণী।  জ্ঞান ফেরে মঙ্গলবার। যুবতী আবিষ্কার করেন,  তাঁর কাছে থাকা ১৮ হাজার টাকা, হাতঘড়ি এবং গায়ের পোশাক নেই। অভিযোগ তিনি বুঝতে পারেন,  তার শ্লীলতাহানি করা হয়েছে।

এরপরে পরিবারের সাহায্য নিয়ে  মালবাজার থানায় অভিযোগ জানান নির্যাতিতা যুবতী। মালবাজার এসডিপিও নীলেশ শ্রীকান্ত গায়কোয়ার্ড জানান অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান কিভাবে ঘটনা ঘটল,  বিয়ারে কিছু মেশানো ছিল কিনা, যার ফলে যুবতী জ্ঞান হারিয়েছেন, সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে।