আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলাম কবে হবে? বোর্ড সূত্রে খবর, নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে বসবে মেগা নিলামের আসর। নিলামের নিয়মকানুন শীঘ্রই জানিয়ে দেবে বিসিসিআই। এর আগে আইপিএলে দু’বার মেগা নিলামের আসর বসেছে। আর তা প্রতি চার বছর অন্তর। এর আগে ২০১৪ ও ২০১৮ সালে বসেছিল মেগা নিলামের আসর। বোর্ড সূত্রে এবার জানা গেছে, ‘২০২৫ সালের আইপিএলের জন্য মেগা নিলাম অনুষ্ঠিত হবে নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে। নিয়ম শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।’ তবে নিলামের চূড়ান্ত দিন এখনও ঠিক হয়নি বলে জানা গেছে।
এর আগে ২০২১ সালের মেগা নিলাম কোভিডের জন্য করা সম্ভব হয়নি। ২০২২ সালে মেগা নিলামের আগে ঠিক হয়েছিল, সর্বোচ্চ চার ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো। অনেক ফ্রাঞ্চাইজি এরপর জানিয়েছিল সর্বোচ্চ আট ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি দেওয়া হোক। সব বিষয়েই ভাবনাচিন্তা করছে বিসিসিআই। তারপরই চূড়ান্ত দিন সহ মেগা নিলামের নিয়ম জানানো হবে।
এবারের মেগা নিলামে সবচেয়ে বেশি আলোচনা হতে পারে রোহিত শর্মাকে নিয়ে। যা খবর, রোহিত সম্ভবত মুম্বইয়ে আর থাকছেন না। তাঁকে অনেক ফ্রাঞ্চাইজিই নিতে চাইছে। তার মধ্যে নাইট রাইডারর্সও রয়েছে। তবে নিলামের আগেই কোনও ফ্রাঞ্চাইজি ট্রান্সফার মানি দিয়ে রোহিতকে দলে নিয়ে নিতে পারে।
