সংবাদ সংস্থা মুম্বই: নীল প্রিন্টেড বিকিনিতে সোশ্যাল মিডিয়া কাঁপালেন সারা আলি খান। খোলা চুলে কখনও তিনি আনমনা, কখনও আবার হাওয়ায় দু"হাত মেলে মুক্ত বিহঙ্গ। ২১ নভেম্বর ছবি আপলোড হতেই ভাইরাল।
নীল প্রিন্টেড বিকিনিতে তাঁর চাবুক অ্যাবস নজর কেড়েছে নেটপাড়ায়।
তাপমাত্রা বাড়িয়েছে তাঁর কেতাদুরস্ত রোদচশমা আর গোলাপি ঠোঁটের পাউট। সম্প্রতি সারা যোগ দিয়েছেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায়। এই মুহূর্তে গোয়াতে রয়েছেন তিনি। সেখানে তাঁর আসন্ন ছবি "অ্যায় ওয়াতান মেরে ওয়াতান" এর লুক প্রকাশ্যে এসেছে। অভিনেত্রীর সঙ্গে দেখা গিয়েছে পরিচালক করণ জোহরকেও। যেটির প্রিমিয়ার হবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।
কিছুদিন আগে পরিবারের সঙ্গে দিওয়ালি উদযাপনে মেতে ছিলেন অভিনেত্রী। সেখানে বাবা সইফ আলি খান, পিসি সোহা আলি খান ও সাবা পাটৌডি, ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও বান্ধবী অনন্যা পান্ডের সঙ্গে তিনি হাজির হয়েছিলেন করণের চ্যাট শো"য়ে। আগামী দিনে তাকে দেখা যাবে "মেট্রো ইন দিনো" ও "মার্ডার মোবারক" ছবিতে।
নীল প্রিন্টেড বিকিনিতে তাঁর চাবুক অ্যাবস নজর কেড়েছে নেটপাড়ায়।
তাপমাত্রা বাড়িয়েছে তাঁর কেতাদুরস্ত রোদচশমা আর গোলাপি ঠোঁটের পাউট। সম্প্রতি সারা যোগ দিয়েছেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায়। এই মুহূর্তে গোয়াতে রয়েছেন তিনি। সেখানে তাঁর আসন্ন ছবি "অ্যায় ওয়াতান মেরে ওয়াতান" এর লুক প্রকাশ্যে এসেছে। অভিনেত্রীর সঙ্গে দেখা গিয়েছে পরিচালক করণ জোহরকেও। যেটির প্রিমিয়ার হবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।
কিছুদিন আগে পরিবারের সঙ্গে দিওয়ালি উদযাপনে মেতে ছিলেন অভিনেত্রী। সেখানে বাবা সইফ আলি খান, পিসি সোহা আলি খান ও সাবা পাটৌডি, ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও বান্ধবী অনন্যা পান্ডের সঙ্গে তিনি হাজির হয়েছিলেন করণের চ্যাট শো"য়ে। আগামী দিনে তাকে দেখা যাবে "মেট্রো ইন দিনো" ও "মার্ডার মোবারক" ছবিতে।
