আজকাল ওয়েবডেস্ক : রাজস্থানের রাজনীতিতে নয়া মোড়। জয়পুরে একই মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। বিজেপির সঙ্গে বসুন্ধরার সম্পর্ক অটুট। এই বার্তাই দিতে চাইলেন খোদ প্রধানমন্ত্রী। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে এটাই প্রথম মঞ্চ যেখানে মোদী-রাজে ছিলেন একই মঞ্চে। বিজেপি যদি রাজস্থানে ক্ষমতায় আসে তবে বসুন্ধরাও রয়েছেন মুখ্যমন্ত্রী পদের দৌড়ে। এদিন সভামঞ্চ থেকে বসুন্ধরা জোর গলায় বলেন, ২০২৪ সালে কেন্দ্রে ফের ক্ষমতায় আসবে বিজেপি। জয়ের হ্যাটট্রিক করবে বিজেপি। তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শক্তি সম্পর্কে ওয়াকিবহাল। তাঁর নেতৃত্ব মেনে নিয়েছে গোটা বিশ্বও। এদিন রাজেকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজস্থানে অনেক উন্নতির কাজ বাকি থেকে গিয়েছে। সেগুলি বিজেপি এখানে সরকার গঠন করে করবে। সাধারণ মানুষ জানে দেশ এখন কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের উন্নতির সঙ্গে সমান তালে তাল রেখে চলতে হবে রাজস্থানকেও। যেভাবে এখানকার মহিলারা পিছিয়ে রয়েছে, সেখান থেকে তাদের বের করে আনতে পারে একমাত্র বিজেপি। প্রসঙ্গত, রাজস্থানে বিধানসভা নির্বাচন ২৫ নভেম্বর। ফলঘোষণা ৩ ডিসেম্বর।