আজকাল ওয়েবডেস্ক: আবহাওয়া বদলাল না। সোমবার সকালেও আকাশের মুখভার। ধূসর মেঘে ছেয়ে আকাশ। তাপমাত্রার পারদ নিম্নমুখী। সাময়িকভাবে এই আবহাওয়া স্বস্তি ফিরিয়েছে। যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ভোগ অব্যাহত। জল জমায় জেলায় জেলায় ভোগান্তি সাধারণ মানুষের। বৃষ্টি থামার অপেক্ষায় অনেকেই। এই আবহে আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমেই তা বাংলা থেকে দূরে সরছে। আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে অবস্থান করবে৷ এই নিম্নচাপের কারণে বাংলায় একটানা ঝড়বৃষ্টি চলবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস গোটা বাংলায়।
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে বৃষ্টির দাপট কমবে। আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷ কলকাতা-সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
নিম্নচাপের কারণে আজকেও সমুদ্র উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গের উপকুলে ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার হতে পারে। তাই মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
