আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের মন্ত্রিসভা সাময়িক যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রস্তাবে অনুমোদন দিল। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাস ৫০ জনের মতো পণবন্দিকে মুক্তি দেবে। বিনিময়ে ইজরায়েলও তাদের জেলে বন্দি থাকা বেশ কিছু প্যালেস্তাইনিকে মুক্তি দেবে। কাতারের মধ্যস্থতায় আলোচনার পর বুধবার যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদনের খবর সামনে আসে। ইজরায়েলের প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, যুদ্ধবিরতির এই চুক্তির অধীনে হামাস অন্তত ৫০ মহিলা–শিশুকে মুক্ত করবে। যার জন্য চার থেকে পাঁচ দিন যুদ্ধ বন্ধ থাকবে। বিনিময়ে ইজরায়েল তাদের কারাগার থেকে প্রায় ১৪০ জন প্যালেস্তাইনিকে মুক্তি দেবে। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়ার কথাও ভাবা হচ্ছে। প্রসঙ্গত, হামাসের হামলার পর থেকে গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ইজরায়েলের হামলায় গাজায় ১৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
অন্যদিকে গাজায় হামাসের হাতে ২৩৭ জন পণবন্দি রয়েছে। যার মধ্যে ইজরায়েলিদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছেন।
অন্যদিকে গাজায় হামাসের হাতে ২৩৭ জন পণবন্দি রয়েছে। যার মধ্যে ইজরায়েলিদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছেন।
