আজকাল ওয়েবডেস্ক: পুলিশ ভ্যানের ভিতর ভগবান গণেশ! বিঘ্নহর্তা আচমকা পুলিশের প্রিজন ভ্যানে কেন? ছবি প্রকাশ্যে আসতেই শুরু তুমুল রাজনৈতিক চর্চা।
গণেশ চতুর্থীর বিসর্জন চলাকালীন একাধিক জায়গায় অশান্তির আবহ তৈরি হয়। ঘটনাস্থল নাগামঙ্গলা। গণেশ বিসর্জন মিছিলে হামলার ঘটনায় বেঙ্গালুরুর টাউন হলে জড়ো হওয়া বিক্ষোভ, হামলাকারীদের গ্রেপ্তার করে যে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানেই আচমকা দেখা যায় গণেশের মূর্তি।
তারপরেই সমাজমাধ্যমে পোস্ট করেছেন বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদের নেতারা। তাঁদের প্রশ্ন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ভগবান গণেশ কেন? এমনকি এই ঘটনায় মন্তব্য করেছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হরিয়ানার নির্বাচনের প্রচারে মোদি বলেন, কংগ্রেসের কর্ণটকে গণপতিকেও জেলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে।
ঠিক কী হয়েছে? নাগামঙ্গলার হামলার ঘটনার পরে, তার নিন্দা করে এবং ঘটনায় এনআইএ তদন্তের দাবি করে শহরজুড়ে প্রতিবাদের পরিকল্পনা ছিল। শহরের টাউন হল এলাকায় মেট্রোপলিটন গণেশ উৎসব কমিটি বিক্ষোভের পরিকল্পনা করেছিল। যদিও ওই বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। তারপরেও সনাজমাধ্যমে খবর ছড়িয়ে বিক্ষোভ জমায়েত শুরু হয়। অনুমতি ছাড়া বিক্ষোভ শুরু করায় পুলিশ তাঁদের আটক করেন।
কিন্তু গণেশ মূর্তি কেন পুলিশের গাড়িতে? পুলিশ জানিয়েছে, একদল ব্যক্তি গণেশ মূর্তি নিয়েই স্লোগান দিতে দিতে বিক্ষোভকারীদের সঙ্গে যুক্ত হন। তাঁরা মূলত মূর্তি বিসর্জনের জন্য যাচ্ছিলেন। বিক্ষোভ, আটকের সময় মূর্তি রাস্তায় পড়ে ছিল, পুলিশ তৎক্ষণাৎ মূর্তি তুলে গাড়িতে সুরক্ষিতভাবে রাখে। পরে ওই মূর্তির নিয়ম মেনেই বিসর্জন হয় বলেও জানানো হয়েছে। কিন্তু পুলিশের গাড়িতে গণেশ বসে থাকার মুহূর্ত ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক।
