আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যায় গ্রেপ্তার করা হল আটজনকে। এরা সকলেই গণধর্ষণে অভিযুক্ত। এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। ওই কলেজ ছাত্রী রাম জন্মভূমি মন্দিরের একজন পরিচারিকাও ছিলেন। অভিযুক্ত কলেজ ছাত্রী জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে একজন তাঁকে অন্যত্র নিয়ে গিয়ে কিছু কাজের কথা বলেছিলেন।

 

এরপর তার কথায় বিশ্বাস করায় সে তাঁকে একটি গেস্ট হাউসে নিয়ে যায়। সেখানে তার বন্ধুদের সঙ্গে মিলে তাঁকে গণধর্ষণ করা হয়। অভিযুক্তরা সকলেই অযোধ্যার বাসিন্দা। টানা দুদিন ধরে চলে এই নৃশংস কাণ্ড। এরপর কোনওরকমে সেখান থেকে পালিয়ে যায় সে। নিজের বাড়িতে ফিরে আসার পরও নিস্তার মেলেনি। ক্রমাগত গোটা ঘটনাটি চেপে যাওয়ার জন্য আসতে থাকে হুমকি।

 

তবে এবার কোনও কিছুতে ভয় না পেয়ে ওই কলেজ ছাত্রী পুলিশের কাছে গিয়ে গোটা ঘটনার অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে মূল অভিযুক্তকে চারবছর ধরে চিনত ওই কলেজ ছাত্রী। অভিযুক্তের বন্ধুদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দোষীরা কেউ ছাড় পাবে না।