আজকাল ওয়েবডেস্ক: লজ্জার রেকর্ড স্পর্শ করতে চলেছে আফগানিস্তান–নিউজিল্যান্ড টেস্ট। গ্রেটার নয়ডায় ম্যাচের চারদিন বৃষ্টি ও ভিজে আউটফিল্ডের জন্য এক বলও খেলা হয়নি। টসও করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার অর্থাৎ চতুর্থ দিনের খেলাও বৃষ্টির জেরে বাতিল হয়ে গেছে। ম্যাচের বাকি আর একদিন। মাঠের পরিকাঠামো নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। মুখ পুড়েছে বিসিসিআইয়ের।
এদিন টস করার কথা ছিল সকাল ৯টায়। কিন্তু ভারী বৃষ্টির জন্য তা সম্ভব হয়নি। আফগান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘বৃষ্টির জেরে চতুর্থ দিনের খেলাও হল না।’
প্রসঙ্গত, একটি বলও গড়ায়নি এই টেস্টে। কেন এই ভেন্যুতে খেলা দেওয়া হল তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছে আফগান ক্রিকেট বোর্ড। প্রসঙ্গত, আফগানরা চেয়েছিল লখনউ বা দেহরাদুনে ম্যাচটি খেলতে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, এই দুই মাঠ দেওয়া সম্ভব নয়। তখন বিকল্প মাঠ বলতে ছিল শুধু গ্রেটার নয়ডার মাঠটি। কিন্তু এই মাঠের নিকাশি ব্যবস্থা যে একেবারেই ভাল নয়, তা একদিন আগেই অভিযোগ আকারে জানিয়েছে আফগান ক্রিকেট বোর্ড।
প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটের ইতিহাসে এরকম ঘটনা আগেও ঘটেছে। সাতটি টেস্ট একটি বলও খেলা না হয়ে বাতিল হয়েছে। শেষবার এটা হয়েছিল ডুনেডিনে ১৯৯৮ সালে। ম্যাচটা ছিল নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে।
টেস্ট স্বীকৃতি পাওয়ার পর এটা ছিল আফগানিস্তানের ১০ নম্বর টেস্ট। প্রথমবার কিউয়িদের বিরুদ্ধে টেস্ট খেলার কথা ছিল আফগানদের। কিন্তু চার দিন বৃষ্টির জন্য খেলা বাতিল হয়ে গেল। এই টেস্টের পর নিউজিল্যান্ড চলে যাবে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলতে। তারপর ভারতে ফিরবে তিন টেস্টের সিরিজ খেলতে রোহিতদের বিরুদ্ধে।
