আজকাল ওয়েবডেস্ক:‌ টি–২০ বিশ্বকাপ বিতর্ক কাটছে না। বাংলাদেশ গোঁ ধরে রেখেছে, ভারতে খেলতে আসবে না। আইসিসি একাধিকবার অনুরোধ করেছে। যদিও চিঁড়ে ভেজেনি। সমস্যা সমাধানে বাংলাদেশে দূত পাঠাতে পারেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে মুখোমুখি আলোচনা করতে পারেন আইসিসি কর্তারা।


আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি–২০ বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচেই খেলবে গতবারের চ্যাম্পিয়ন ও এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক ভারত। এই পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমান বিতর্কে বাংলাদেশ এখনও জেদ ধরে রেখেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আসন্ন আইপিএল থেকে মুস্তাফিজুরকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। লিটন দাসের দলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এই আশঙ্কায় ভারতে দল পাঠাতে রাজি নয় বিসিবি। তাদের ম্যাচগুলি সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে আইসিসির কাছে। কিন্তু সূচি অনুযায়ী, সব ব্যবস্থা হয়ে যাওয়ায় ম্যাচ সরাতে রাজি নন আইসিসি কর্তারা। ক্রিকেটারদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তাঁরা। দু’পক্ষের মধ্যে একাধিক বার মেল চালাচালি হয়েছে। ভিডিও কনফারেন্সে বৈঠক হয়েছে। তার পরও সমস্যা মেটেনি।


এই পরিস্থিতিতে বাংলাদেশে গিয়ে বিসিবি কর্তাদের সঙ্গে কথা বলতে পারেন আইসিসি কর্তারা। এমনই দাবি বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার। সংবাদমাধ্যমকে আসিফ বলেছেন, ‘শেষ খবর অনুযায়ী আইসিসি কর্তারা কথা বলতে বাংলাদেশে আসতে পারেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আমাকে জানিয়েছেন, আলোচনার জন্য আইসিসির প্রতিনিধিরা আসতে পারেন। তবে আমাদের অবস্থান বদলের কোনও সম্ভাবনা নেই। আমরা অবশ্যই বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে রয়েছি। শ্রীলঙ্কায় গিয়ে খেলতে আমাদের কোনও সমস্যা নেই। বিশ্বাস করি, আয়োজন করা অসম্ভব নয়।’ এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‌আমাদের মধ্যে আলোচনা চলছে। বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। আইসিসির কয়েক জন প্রতিনিধি আসতে পারেন। তাঁরা কবে আসবেন, তা এখনও জানানো হয়নি। আমরা আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এখনও কিছু চূড়ান্ত হয়নি।’ প্রয়োজনে বিশ্বকাপের সূচি বদল করার কথা আইসিসির প্রতিনিধিদের বলা হবে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবির ওই কর্তা।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি বিসিবি কর্তাদের সঙ্গে ভিডিও বৈঠক করেন আইসিসির প্রতিনিধিরা। কিন্তু তাতে সমাধানসূত্র মেলেনি।