শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২১ নভেম্বর ২০২৩ ১৩ : ০৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: নির্মাণ কর্মীদের বিক্ষোভের জেরে গত প্রায় তিন দিন ধরে প্রায় বন্ধ হয়ে রয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পঞ্চম ইউনিট তৈরির কাজ। নতুন এই ইউনিট তৈরি এবং সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের আধুনিকরণ খাতে প্রায় ৪৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে বলে জানা গেছে। নতুন ইউনিটটি পূর্ণ ক্ষমতাতে কাজ শুরু করলে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের দৈনিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২২৬০ মেগাওয়াটে পৌঁছবে।
বর্তমানে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউনিট থেকে প্রতিদিন প্রায় ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়।
তাপবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভরত কয়েকজন শ্রমিক বলেন-"তৃতীয় ফেজে" সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র যে ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিটটি গড়ে তোলার কাজ হচ্ছে তার নির্মাণ কার্যের সাথে কয়েকটি বেসরকারি কোম্পানি জড়িয়ে রয়েছে। কিন্তু কোম্পানিগুলো নির্মাণ কাজের জন্য পর্যাপ্ত শ্রমিক নিয়োগ না করে কম সংখ্যক শ্রমিক দিয়ে বেশি কাজ করাচ্ছে।
একটি বেসরকারি কোম্পানির শ্রমিক নাম না প্রকাশের শর্তে বলেন- ২০২৩ সালে জানুয়ারি মাসে কোম্পানি আমাদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করলেও নভেম্বর মাস শেষ হতে চললেও এখনও আমরা বর্ধিত বেতন হাতে পাইনি।
বিক্ষোভরত শ্রমিকদের আরও অভিযোগ- কোম্পানি তাদেরকে "পে স্লিপ" দিচ্ছে না এবং মাইনে থেকে পিএফ-এর টাকা কাটলেও তা তাঁদের অ্যাকাউন্টে জমা পড়ছে না।
মঙ্গলবার বিক্ষোভে শামিল হন নির্মাণ কাজের সাথে যুক্ত কয়েকশো শ্রমিক। তাঁদের অনেকেরই অভিযোগ, "কোম্পানি আমাদেরকে "ওভারটাইম" কাজ করতে বাধ্য করলেও তার জন্য অতিরিক্ত কোনও মজুরি দিচ্ছে না।" তাঁদের আরও অভিযোগ কোম্পানি যোগ্যতা অনুযায়ী শ্রমিকদেরকে কাজ দিচ্ছে না।
বিক্ষোভরত বেশ কিছু শ্রমিক অভিযোগ করেন - তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়েকজন শীর্ষ আধিকারিকদের সাথে নির্মাণ কাজের সাথে জড়িত "কন্ট্রাক্টার"দের গোপন আঁতাত রয়েছে। তার ফলে শ্রমিক বিক্ষোভের জেরে তৃতীয় "ফেজে" নির্মাণ কাজ ব্যাহত হলেও কর্তৃপক্ষ তা সময়মত চালু করার বিষয়ে উদাসীন রয়েছেন। নির্মাণ কর্মীরা জানিয়েছেন- সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ ব্যবস্থা দ্রুত ব্যবস্থা না নিলে তৃতীয় "ফেজে" যে ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিটটি তৈরির কাজ চলছে তা সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে না।
তৃণমূল কংগ্রেস পরিচালিত সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান বলেন,"তাপবিদ্যুৎ কেন্দ্রে কী হয়েছে তা সঠিকভাবে আমার জানা নেই। গোটা বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় তার চেষ্টা আমরা করব।"
নানান খবর

নানান খবর

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

কোথায় তৈরি হয়েছে এই হেরোইন! তাজ্জব পুলিশ, উদ্ধার প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি

পালাতে গিয়েও হল না শেষরক্ষা, ভারত-পাক উত্তেজনার আবহে নদীয়ায় বড় সাফল্য পুলিশের

অডিও রেকর্ডারই আশার আলো, মাধ্যমিকে ৫০০ পার করল দুই দৃষ্টিহীন ছাত্র

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা