আজকাল ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশে নৃশংস ঘটনা। কয়েকজন সিনিয়র পড়ুয়া এক জুনিয়রকে বেল্ট দিয়ে পেটাচ্ছেন। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও। হিমাচল প্রদেশের কান্দাঘাটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। ভিডিওতে দেখা গিয়েছে বেশ কয়েকজন পড়ুয়া একজন জুনিয়র পড়ুয়াকে ঘিরে ধরে রেখেছে।
তাঁকে জোর করে একটি চেয়ারে বসিয়েছে তাঁরা। মদ খেতে বারে বারে বলা হলেও খায়নি সেই পড়ুয়া। এরপরই এই জুনিয়র পড়ুয়াকে বেল্ট দিয়ে অমানবিকভাবে মারতে থাকে ওই সিনিয়র পড়ুয়ারা। মারের চোটে দিশাহারে হয়ে ওঠে ওই জুনিয়র পড়ুয়া। এরপর দেরি না করে ওই পড়ুয়া স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করে। সে জানিয়েছে ফাইনাল বর্ষের পড়ুয়াদের হাতে তাঁকে চরম হেনস্থা হতে হয়েছে।
বেশ কয়েকদিন ধরেই তাঁকে নানা ধরণের হেনস্থা করা হচ্ছিল বলে অভিযোগ করেছে ওই পড়ুয়া। বেল্ট দিয়ে আঘাত করার ফলে বেশ জখম হয়েছে ওই পড়ুয়া। পুলিশ এফআইআর গ্রহণ করে এই ঘটনার তদন্ত শুরু করেছে। এবিষয়ে ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলেছে পুলিশ। যাদের বিরুদ্ধে অভিযোগ তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু হয়েছে।
