আজকাল ওয়েবডেস্ক : তবে কী এবার পৃথিবীর ধ্বংস আসন্ন। হাতে আর বেশি সময় নেই। এর মধ্যে যা কিছু করার করে নিন। মনের কোনও সাধ যেন অপূর্ণ না থাকে। পৃথিবীর দিকে ছুটে আসছে এক বিরাট গ্রহাণু। এর কবলে পড়লে আর রক্ষা থাকবে না।

 

পৃথিবীর খুব কাছে ছুটে আসছে একটি বিশালাকার গ্রহাণু। নাম অ্যাপোফিস। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এই গ্রহাণুটিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ৩৭০ মিটার ব্যাসের যে গ্রহাণুকে এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করছেন বিজ্ঞানীরা। একের পর এক আশঙ্কার খবর আসছে ইসরো থেকে। 

 

মহাকাশ বিজ্ঞানীদের চোখ সব সময়ই মহাকাশের দিকে কোনও না কোনও বস্তুকে পর্যবেক্ষণ করে। আর সেখান থেকেই তাঁরা জানতে পারেন, কোন কোন গ্রহাণু পৃথিবীর ঠিক কতটা কাছাকাছি আসছে। চলতি বছরের শুরুতেই এমন কয়েকটি গ্রহাণুর সন্ধান দিয়েছিলেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা। 

 

অ্যাপোফিসের চরিত্র ও গতিপথ পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা জানাচ্ছেন, ভবিষ্যতে অ্যাপোফিস পৃথিবীর একদম কান ঘেঁষে বেরিয়ে যাবে। আর গতিপথ পরিবর্তন করলে আছড়ে পড়তে পারে পৃথিবীতেই। ২০২৯ খুব বেশি দূরে নেই। তাই অ্যাপোফিসকে অবহেলা করবেন না। হতেই পারে এটি আমাদের শেষ সময়।