আজকাল ওয়েবডেস্ক: ফের চর্চায় যোগীরাজ্য, উত্তরপ্রদেশ। পর্যাপ্ত কর্মী নেই হাসপাতালে, এই কারণ জানিয়েই ফিরিয়ে দেওয়া হয়েছিল সন্তানসম্ভবাকে। বলা হয়েছিল, অন্য হাসপাতালে যেতে। মাঝপথেই, অ্যাম্বুলেন্সে সন্তানের জন্ম দিলেন যুবতী। চরম ভোগান্তির  করুণ কাহিনি সে রাজ্যে।

 

কিন্তু কেন ফিরিয়ে দিল হাসপাতাল? এই প্রত্যাখ্যানের ঘটনা ঘটেছে সৌসইয়া মাত্রা শিশু চিকিৎসালয়ে। উত্তরপ্রদেশের মণিপুরির ঘটনা। ওই সন্তানসম্ভবা হাসপাতালে গেলে, তাঁকে জানানো হয় হাসপাতালে সেই মুহূর্তে উপস্থিত নেই অ্যানেস্থেসিওলোজিস্ট। তাই যুবতীর শারীরিক অবস্থা খারাপ হওয়া সত্বেও, ভর্তি নেওয়া হয়নি। 

যুবতীর পরিবার জানিয়েছে, প্রাথমিক ভাবে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের জানায়, জটিলতার কারণে শিশুটির স্বাভাবিক প্রসব সম্ভব নয়, প্রয়োজন অপারেশনের। পরে জানায়, প্রয়োজনীয় অ্যানেস্থেসিওলজিস্ট উপস্থিত না থাকায় তারা অস্ত্রপচার করত পারবে না। অন্য হাসপাতালে নিয়ে যেত বলা হয়, তবে মাঝপথে, অ্যাম্বুলেন্সে সন্তানের জন্ম দেন ওই যুবতী। ঘটনার পর, নড়েচড়ে বসেছে কতৃপক্ষ। জানা গিয়েছে, দুজনের একটি কমিটি তৈরি হয়েছে, গোটা ঘটনার তদন্তের স্বার্থে।