সংবাদসংস্থা, মুম্বই: জন্মাষ্টমীর আগে রাধা-র সাজে একাধিক ফটোশুট করেছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। যা জীবনের অন্যতম সেরা কাজ বলেছিলেন তিনি। তাঁর সোশ্যাল মিডিয়া ভরা ছিল রাধিকার বেশে সেই সব শুটের ছবি। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই প্রশংসার বদলে ধেয়ে এল কটাক্ষ।
সম্প্রতি এক পোশাক বিপণন সংস্থার হয়ে রাধা সেজে ফটোশুট করেছিলেন তামান্না ভাটিয়া। জন্মাষ্টমীর সময়ে সেই বিশেষ ফটোশুটের ছবিগুলি সোশাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। রীতিমতো ছি ছি করে ওঠেন নেটাগরিকদের একাংশ। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে তামান্নার বিরুদ্ধে। এমনকী পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হন ‘বাহুবলী’র অভিনেত্রী। বিতর্কিত শুটের সব ছবিই নিজের প্রোফাইল থেকে সরিয়ে নিতে বাধ্য হন অভিনেত্রী।
ডিজাইনার তোরানির সাম্প্রতিক ‘লীলা’ কালেকশন-এর প্রচারের জন্য রাধা-কৃষ্ণের সম্পর্ককে ফটোশুটের মাধ্যমে তুলে ধরেন। কৃষ্ণের প্রেমে মগ্ন রাধিকা। সব জায়গায় দেখতে পেলেও কৃষ্ণকে কাছে পাচ্ছেন না রাধা। সেই দৃশ্যই মূলত রাধিকা বেশে শুট করেন তামান্না। ওই বিপণীর মালিক বলেছিলেন, তামান্নার সারল্যে ভরা মুখশ্রীর কারণেই রাধা সাজ এত সুন্দরভাবে ফুটে উঠেছে। রাধিকা বেশে ‘স্ত্রী ২’ অভিনেত্রীর রূপ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগীরা।
কয়েকদিন যেতে না যেতেই বিষয়টি অন্য মোড় নেয়। নেটপাড়ার একাংশের অভিযোগ, তামান্না ভাটিয়ার এহেন ফটোশুট ‘যৌন উসকানিমূলক’! তাঁদের মতে, পোশাক বিক্রির জন্য রাধাকৃষ্ণের পবিত্র প্রেমে যৌনতা টেনে আনা হয়েছে, যা অনুচিত। কেন খোলামেলা পোশাক পরে রাধা সেজেছেন তামান্না? সেই প্রশ্ন তুলে তামান্নাকে লাগাতার আক্রমণের মুখে পড়তে হয়েছে। শেষ পর্যন্ত বিতর্কের রোষে পড়ে সেই ফটোশুটের সব ছবি মুছে ফেললেন তামান্না ভাটিয়া। যদিও সংস্থা বা অভিনেত্রীর তরফে কেউই এই নিয়ে মুখ খোলেননি।
সম্প্রতি ‘স্ত্রী ২’ ছবিতে আইটেম গানে মন জয় করে নিয়েছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবিটি বক্স অফিসে তুমুল সাফল্য পাওয়ার সঙ্গেই তামান্নার আইটেম গানের নাচটি বিশেষভাবে প্রশংসিত হয়েছে। সেই গানের প্রসঙ্গ টেনেও অভিনেত্রীকে অপমান করা হয়েছে।
