দক্ষিণী সুপারস্টার যশের আগামী ছবি ‘টক্সিক' নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। সম্প্রতি মুক্তি পাওয়া এই ছবির টিজারকে কেন্দ্র করে রীতিমতো সরগরম দক্ষিণী রাজনীতি। অভিযোগ উঠেছে, টিজারটিতে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং আপত্তিকর দৃশ্য প্রদর্শন করা হয়েছে। এই ঘটনায় সরব হয়ে কর্নাটকের আম আদমি পার্টির মহিলা শাখা এবার সরাসরি রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছে।
গত ৮ জানুয়ারি বড় ধামাকার সঙ্গে মুক্তি পেয়েছিল ‘টক্সিক’-এর বহু প্রতীক্ষিত প্রথম ঝলক বা টিজার। কিন্তু সেই ঝলক প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনা। আম আদমি পার্টির অভিযোগ, ছবির টিজারে অভিনেতা যশকে যে সব ঘনিষ্ঠ এবং হিংসাত্মক দৃশ্যে দেখা গিয়েছে, তা জনসমক্ষে আসার উপযোগী নয়। বিশেষ করে নারী ও শিশুদের মানসিকতায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলটির নেত্রীরা।
সোমবার কর্নাটক রাজ্য মহিলা কমিশনের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে পার্টির মহিলা শাখা। তাঁদের দাবি, পাবলিক প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া থেকে অবিলম্বে এই টিজারটি সরিয়ে ফেলতে হবে। আপ-এর রাজ্য সম্পাদক ঊষা মোহন এক কড়া চিঠিতে জানিয়েছেন, এই ছবির টিজারে দেখানো অশ্লীল দৃশ্যগুলো কন্নড় সংস্কৃতিকে অপমান করছে। কোনও রকম বয়সের সতর্কত ছাড়াই এই ধরণের বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে, যা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।
মহিলা কমিশনের পক্ষ থেকে এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কমিশনের সচিব ইতিমধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) বা সেন্সর বোর্ডকে এই মর্মে একটি চিঠি পাঠিয়েছেন। অভিযোগটি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এবং তার রিপোর্ট পেশ করার অনুরোধ জানানো হয়েছে সেন্সর বোর্ডকে।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ‘টক্সিক’ ছবিটি পরিচালনা করেছেন গীতু মোহন্দাস। যশ ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন নয়নতারা, কিয়ারা আদবানি, তারা সুতারিয়া এবং হুমা কুরেশির মতো নামী তারকারা। চলতি বছর ১৯ মার্চ ছবিটি বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা। তবে মুক্তির আগেই টিজার নিয়ে যে ধরণের আইনি জটিলতা ও রাজনৈতিক প্রতিবাদের মুখে পড়েছে এই ছবি, তাতে এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার বিষয়, সেন্সর বোর্ড এবং রাজ্য প্রশাসন এই আপত্তিকর দৃশ্যগুলো নিয়ে কী চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সাধারণ মানুষের একাংশও মনে করছেন, সিনেমা বা সৃজনশীলতার নামে শ্লীলতার সীমা লঙ্ঘন করা ঠিক নয়। সব মিলিয়ে ‘টক্সিক’ ঘিরে কর্নাটকের উত্তেজনা এখন তুঙ্গে।
