পর্দার জুটি এবার বাস্তবেও স্বামী স্ত্রী হতে চলেছে। বসন্তের একদম গোড়াতেই টলিউডে বাজতে চলেছে সানাইয়ের সুর। প্রেম দিবসের দিনই সাতপাকে বাঁধা পড়ছেন শ্যামৌপ্তি মুদলি এবং রণজয় বিষ্ণু। এতদিন তাঁরা একে অন্যকে 'বন্ধু' হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন, ভ্যালেন্টাইন্স ডের দিন সেই সম্পর্কই 'বেটার হাফ'-এ প্রমোশন পাবে!

রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি, দু'জনেই ছোট পর্দার অতি চেনা মুখ। তবে তাঁরা প্রথমবার একসঙ্গে কাজ করেন 'গুড্ডি' ধারাবাহিকে। সেই থেকেই জনপ্রিয় হয় তাঁদের অনস্ক্রিন জুটি এবং রসায়ন। একই সঙ্গে তাঁদের সম্পর্কও গড়ে উঠতে থাকে। যদিও তাঁরা কেউ জিজ্ঞেস করলে নিজেদের 'ভাল বন্ধু' বলেই পরিচয় দিয়ে এসেছেন। কিন্তু সমাজমাধ্যমে করা পোস্ট দেখে তাঁদের অনুরাগীদের অনুমান ছিল, ব্যাপারটা কেবল 'বন্ধুত্ব' -এ সীমাবদ্ধ নেই। আর সেই জল্পনাতেই যেন এবার সিলমোহর পড়তে চলেছে। শোনা যাচ্ছে, প্রেম দিবসেই ছাদনাতলায় যাবেন তাঁরা। বাঁধা পড়বেন সাতপাকে। এই বিষয়ে আজকাল ডট ইনের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি ফোনে অধরা। 

কেবল 'গুড্ডি' নয়, শ্যামৌপ্তি মুদলি এবং রণজয় বিষ্ণু দু'জনে একত্রে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান, ইভেন্টেও একত্রে দেখা যায় তাঁদের। সেই থেকে বাড়ে জল্পনা। সম্প্রতি ২০২৫ সালে নভেম্বর মাসে শ্যামৌপ্তির জন্মদিনের আগে একটি বিশেষ আয়োজন করে সারপ্রাইজ দেন রণজয় বিষ্ণু। 

প্রেম দিবসে সাতপাকে বাঁধা পড়লেও কোথায় তাঁদের বিবাহ বাসর বসবে সেটা এখনও জানা যায়নি। তবে তাঁদের বিশেষ দিনে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবার উপস্থিত থাকবেন। তাঁদের উপস্থিতিতেই চার হাত এক হবে এই তারকা জুটির। 

প্রসঙ্গত, শ্যামৌপ্তি মুদলিকে দর্শক শেষবার 'রঙ্কিনী ভবন' -এ দেখেছেন। ছোট পর্দায় তাঁর আপাতত শেষ কাজ 'অমর সঙ্গী'। নীল ভট্টাচার্যর সঙ্গে জুটি বেঁধেছিলেন সেখানে। অন্যদিকে রণজয় বিষ্ণু শেষবার 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে কাজ করেছেন। সেখানে তাঁর বিপরীতে ছিলেন শ্বেতা ভট্টাচার্য।