স্টেট ব্যাঙ্ক মানেই হল সকলের কাছে একটি বিরাট ভরসার জায়গা। সেখানে দেশের প্রথম সারির এই ব্যাঙ্কটি এবার এটিএম চার্জ বাড়াল।
2
9
এবার থেকে আপনি এটিএম থেকে যখন টাকা তুলতে যাবেন তখনই আপনাকে দিতে হবে অতিরিক্ত চার্জ। এটি অন্য ব্যাঙ্ক থেকে তোলার সময়ই হবে।
3
9
অনেকেই জানেন না এই চার্জটি ইতিমধ্যেই ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে চালু হয়েছে। ফলে তারা হঠাৎ করে এই চাপে খানিকটা হলেও সমস্যায় পড়বেন।
4
9
এবার থেকে অন্য ব্যাঙ্ক থেকে টাকা তোলার সময় নির্ধারিত ফ্রি সময় পার হলেও দিতে হবে ২৩ টাকা। এটি প্রতিবার টাকা তোলার সময় কেটে দেওয়া হবে।
5
9
এটি এতদিন ধরে ছিল ২১ টাকা। তবে এবার থেকে এটি বেড়ে গেল ২ টাকা। এখানেই শেষ নয়, যারা এটিএম থেকে অন্য কোনও ধরণের কাজ করেন, ব্যালেন্স চেক করেন বা মিনি স্টেটমেন্ট নেন তাহলে দিতে হবে ১১ টাকা অতিরিক্ত জিএসটি।
6
9
এসবিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই তারা ভাবছিলেন। এবার সেটি বাস্তবায়িত হল।
7
9
যাদের এসবিআই-তে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে তারা এরফলে খানিকটা হলেও সমস্যায় পড়বেন। এতদিন ধরে এসবিআই গ্রাহকরা অন্য ব্যাঙ্ক থেকে ৫ বার বিনা খরচে টাকা তুলতে পারবেন।
8
9
তবে যদি ৫ বারের বেশি হয় তাহলেই সেখান থেকে টাকা তুলতে হলে আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে। তবে যদি এটি আপনা এসবিআই থেকে টাকা তোলেন তাহলে সেখানে এই খরচ দিতে হবে না।
9
9
দেশের প্রথম সারির ব্যাঙ্ক হিসেবে এসবিআই সর্বদাই নিজের গ্রাহকদের খেয়াল রাখে। তবে অন্য ব্যাঙ্ক থেকে অতিরিক্ত চার্জ রোখার জন্যেই এই ব্যবস্থা করল তারা।