'চিরসখা' ধারাবাহিকে বর্তমানে একাধিক অ্যাঙ্গেল একাধিক চমক অপেক্ষা করছে। একদিকে যেমন রয়েছে মিঠি এবং কৃশানুর সম্পর্ক, আরেকদিকে রয়েছে মিটিল, বাবিল এবং কোয়েলের ত্রিকোণ সম্পর্ক। বাবিল এবং কোয়েলের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আদৌ কি শেষ পর্যন্ত সেই বিয়েটা হবে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'চিরসখা' ধারাবাহিকের যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বাবিলের বিয়ের গায়ে হলুদ পর্বের সময় সেখানে এক কোণে মিঠি দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখেই মিঠির মামি তির্যক মন্তব্য করতে শুরু করে। ওর সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার খোঁচা দিয়ে সকলের সামনে বলে এমন কিছু হয়নি যাতে এই শুভ অনুষ্ঠানে সে যোগ দিতে পারবে না। স্বাভাবিক ভাবেই যে ঘটনায় মিঠি এতটা আঘাত পেয়েছে, ট্রমায় রয়েছে সেটা নিয়ে ফের খোঁচা দেওয়ায় আরও গুটিয়ে যায়। মেয়েকে এভাবে আঘাত দেওয়ায় তার পাল্টা জবাব দেয় কমলিনী। জানায়, তার শ্বশুর বাড়ি নেহাত ভাল, এটা কমলিনীর শ্বশুর বাড়ি হলে, আর সেখানে এমন কথা বললে বের করে দেওয়া হতো। 

অন্যদিকে কোয়েল এবং মিটিলকে ফোনে কথা বলতে দেখা যায়। কোয়েল জানায় যে তাদের দেখা হবে। জবাবে মিটিল বলে সে যখন গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাচ্ছে দেখা হবেই। আর এই কথার জবাবেই কোয়েল যা বলে তাতেই সন্দেহ তৈরি হয়। সে জানায় মিটিল তাদের বাড়ি এলেই যে তার দেখা পাবে এমনটা নাও হতে পারে। তবে কি কোয়েল বিয়ের আগে চলে যাবে? এই বিয়ে করবে না? শেষ পর্যন্ত মিটিল এবং বাবিলের বিয়ে হবে? কোন ইঙ্গিত দিল সে কথার ভাঁজে? 

বলাই বাহুল্য এই প্রোমো দেখে দর্শকদের আগ্রহ বেড়েছে। অনেকেই নিজেদের মতো আন্দাজ করেছেন। অনেকেই আবার জিজ্ঞেস করেছেন যে আগামী পর্বে কী ঘটবে? সব মিলিয়ে যে 'চিরসখা'র গল্প এখন টানটান হয়ে উঠেছে সেটা বলা যায়। 

'চিরসখা'র আরও একটি প্রোমোতে দেখানো হয়েছে মিঠি কৃশানুকে বলছে সে আর ঠকতে পারবে না। তার মনে যদি এমন কিছু থেকে থাকে সেটা যেন আগে থেকেই জানিয়ে দেয়। সে আরও জানায়, মানুষকে এখন আর বিশ্বাস করতে পারে না। কিন্তু কৃশানু সেখানে ব্যতিক্রম। অন্যদিকে, মিটিল স্পষ্ট করে ঠগবাজ, প্রতারক কারও সঙ্গে সম্পর্ক ভাঙায় সে কষ্ট পায়নি। পেলে তার শিক্ষার অপমান হবে। এই কথা বাবিলের সামনে বলে। তবে কমলিনী জানায়, তার মন খারাপ করছে এই ঘটনায়। তারপরই দু'জনেই কেঁদে ফেলে। 

প্রসঙ্গত 'চিরসখা' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় দেখা যায়। এটি রোজ রাত ৯টা থেকে সম্প্রচারিত হয়।