প্রতি সপ্তাহে রেটিং চার্টে জায়গা করে নেয় স্টার জলসার ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'। গল্পে দীপ ও ঝাঁপির সম্পর্কের নানা টানাপোড়েন চলছে। এদিকে দীপকে ঝাঁপির থেকে দূরে সরাতে সব সময় যেন মুখিয়ে রয়েছে ইনকা। কিছুদিন আগে ইনকাকে দোষী প্রমাণ করতে গিয়ে নিজের জীবন বাজি লাগিয়েছিল ঝাঁপি। অন্যদিকে স্ত্রীকে বাঁচাতে মরিয়া হয়ে বাড়ির অমতে গিয়ে বড় কাণ্ড ঘটিয়ে বসেছিল দীপ। ঝাঁপি দীপ কাছাকাছি আসতেই তাদের দূরে সরানোর ফন্দি আঁটে ইনকা।

 

বিভিন্ন চক্রান্তের মধ্যেও দীপ-ঝাঁপির সম্পর্ক অটুট থাকে।‌ কিন্তু ইনকা সব সময় ষড়যন্ত্র করতে থাকে। এবার ইনকাকে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিল ঝাঁপি। আসলে ইনকা এসে তাকে বলে সে বিউটি উইথ ব্রেন কম্পিটিশনে যোগদান করছে। ঝাঁপিও ওই প্রতিযোগিতায় নাম দিয়েছিল। তাই ইনকা তাকে হুমকি দেয়, ওই প্রতিযোগিতায় ঝাঁপিকে হারিয়েই ছাড়বে! 

 

ঝাঁপিও চুপ করে থাকার মেয়ে নয়, সে-ও বলে ইনকার চোখের সামনেই সে বিজয়ীর ট্রফি নিয়ে যাবে। এবার প্রতিযোগিতার মঞ্চে মুখোমুখি হতে চলেছে ঝাঁপি ও ইনকা। দর্শক আসন থেকে দীপ বসে দেখে এই প্রতিযোগিতা। মনে মনে চায়, ঝাঁপিই যেন জেতে। ব়্যাম্পে ইনকার পরে হাঁটে ঝাঁপি। তার চোখে নিজস্ব ব্যাঙ্ক খোলার স্বপ্ন। আর মনের জোর দেখে দর্শক আসন থেকেও ঝাঁপির জন্য প্রশংসা বার্তা আসে। এবার কী হবে? ইনকাকে হারিয়ে কি প্রতিযোগিতা জিততে পারবে ঝাঁপি? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।‌


প্রসঙ্গত, কিছুদিন আগে দীপের কাছে বিদেশে এক কাজের সুযোগ এসেছিল। ঝাঁপিকে ছেড়েই সে পাড়ি দিতে চেয়েছিল। অন্যদিকে, ঝাঁপিকে ষড়যন্ত্র করে জেলে আটক করেছিল ইনকা। এসব টালমাটাল পরিস্থিতির মাঝে ঝাঁপিকে উদ্ধার করতে দীপ ফিরে আসে। বিদেশ যাত্রা আর হয় না তার। তবে এ নিয়ে যদিও কোনও আক্ষেপ নেই দীপের। কারণ, ঝাঁপিকে বিপদের হাত থেকে রক্ষা করাই তার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল। 

 

ইনকার চক্রান্ত থেকে তো কোনও না কোনও উপায়ে ঠিক বেরিয়ে আসে ঝাঁপি। কিন্তু দীপের সঙ্গে কবে পুরোপুরি মিল হবে তার? কবে একে অপরকে ভালবাসার কথা বলবে তারা? এইসব প্রশ্নের উত্তর পেতে নজর রাখতে হবে ধারাবাহিকের আগামী পর্বে। প্রতি সপ্তাহের মতো এবারও 'লক্ষ্মী ঝাঁপি'র নতুন টুইস্ট টিআরপিতে প্রভাব ফেলে কিনা, সেটাই দেখার।