বিগত বছর থেকেই দেখা গিয়েছে সোনার দামের গতি কোথায় গিয়ে থেমেছে। ২০২৫ সালের সোনার দাম দেখিয়েছে বিগত ৫০ বছরের রেকর্ড কীভাবে ভাঙতে হয়।
2
9
হলুদ ধাতুর এই উত্থান সকলকে চমকে দিয়েছে। এবার নতুন বছরে সেই দাম আরও গতি পেয়েছে। বিশ্বজুড়ে টেনশন, অর্থনৈতিক চাপ সোনার দামকে আরও চড়িয়ে দেবে।
3
9
মঙ্গলবার স্পট গোল্ডের দাম ফের একবার ওপরের দিকে উঠেছে। যেভাবে সোনার ট্রেন্ড চলছে তাতে সেখান থেকে ফের একবার সোনা নিয়ে চিন্তা বাড়বে, কমবে না।
4
9
সোমবারই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যারা ইরানের সঙ্গে বন্ধুত্ব রাখবে তাদের থেকে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক নেবে আমেরিকা। ফলে সেখান থেকে সোনার দামে ফের নতুন করে প্রভাব পড়বে।
5
9
ভেনেজুয়েলা নিয়ে মার্কিন প্রশাসনের পদক্ষেপের পর এবার তাদের নজর পড়েছে গ্রিণল্যান্ডে। সেখানে ফের একবার বিশ্বজুড়ে সোনার দামে বড় বদল হতেই পারে।
6
9
বিশ্বের এই পরিস্থিতির জেরে সোনার দামে ফের উত্থান ঘটবে। সেখানে বিশ্বের বাকি দেশগুলি নিজের দেশের সোনার মজুত আরও বাড়াবে। ফলে সোনার বাজার আরও বাড়বে।
7
9
বিশেষজ্ঞরা মনে করছেন সোনার দাম নিয়ে যেভাবে সকল দেশ আসরে নেমেছে তাতে সেখান থেকে এই দাম ২ লাখ টাকায় যেতে বেশি সময় নেবে না। সেখানে ২০২৬ সালে সোনার দাম ৩ লাখ টাকাতেও চলে যেতে পারে।
8
9
বাজারের হাল বুঝতে হলে সোনা এবং রুপোর দামকে নিয়েই চলতে হবে। ভারতের শেয়ারবাজার এখন এখানেই বেশি ওঠানামা করছে। সেখানে যদি বাজার আরও অস্থির হয় তাহলে সোনার দাম ফের একবার রেকর্ড ছুঁতে পারে।
9
9
বিগত কয়েকদিনের হিসেব দেখলে সোনার দর অনেকটা ওপরের দিকে রয়েছে। এই পরিস্থিতি চলতি বছরে আরও ওপরের দিকে থাকবে। ফলে সোনার দাম এবারেও তৈরি করবে নতুন রেকর্ড।