আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে অগ্নিকাণ্ড । সূত্রের খবর তেমনটাই। মঙ্গলবার সকালে জানা যায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর দপ্তরে অগ্নিসংযোগের ঘটনা। জানা গিয়েছে নিজাম প্যালেসের ৬ তলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওই তলায় মূলত আধিকারিকদের কোয়াটার্সগুলি রয়েছে বলেই জানা গিয়েছে। সেখানেই আচমকা আগুন লাগে বলে খবর সূত্রের।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলের ৩টি ইঞ্জিন।
অন্যদিকে মঙ্গলবার ভোরেই আগুন লাগে শহরের আরও এক জায়গায়। সপ্তাহের দ্বিতীয় দিনের ভোরে পাতিপুকুরের মাইকেল কলোনিতে কাগজের গুদামে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
