আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, আলোচনার যুগ শেষ হয়েছে। আলোচনা এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। পাকিস্তানের সঙ্গে আলোচনার যুগ শেষ হয়েছে। সব কর্মেরই ফল ভুগতে হবে। আমরা আর চুপ থাকব না। আমরা নিষ্ক্রিয় নই। ইতিবাচক হোক বা নেতিবাচক। জবাব আমরা দেবই। কোনওভাবেই সমঝোতার পথে যাব না।
এদিন বিদেশমন্ত্রী বলেন, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা নিয়ে যে উত্তেজনা হয়েছিল এখন তা শেষ হয়েছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রশ্ন উঠছে। তবে তাদের সঙ্গে সম্পর্ক ভাল করতে গিয়ে সন্ত্রাসবাদকে উপেক্ষা করতে পারি না। পাকিস্তানে সন্ত্রাসবাদ শিল্পের পর্যায়ে গিয়েছে। ভারত কোনও হুমকি বরদাস্ত করবে না। বিদেশমন্ত্রী এদিন আরও যোগ করেন, পাকিস্তান বরাবর চেয়েছি আন্তর্জাতিক সীমান্তে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড ঘটিয়ে ভারতকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করেছে। কিন্তু সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারত কখনই আলোচনায় বসবে না।
পাকিস্তান প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, জম্মু-কাশ্মীর নিয়ে বলতে গেলে, ৩৭০ অনুচ্ছেদের বিষয়টি মিটে গিয়েছে। তাই এখন ইস্যুটা হল পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন থাকবে। আমি বলতে চাইছি যে আমরা আর চুপ করে থাকব না। ইতিবাচকই হোক বা নেতিবাচক, যা-ই হোক না কেন, আমরা তার প্রতিক্রিয়া জানাব। এই নিয়ে কোনও সমঝোতা করা হবে না।
