আজকাল ওয়েবডেস্ক: ছটপুজো উপলক্ষ্যে রাজ্যে দুদিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন প্রথমে তক্তাঘাটে যান তিনি। সেখান থেকে পৌঁছন দইঘাটে। সেখানে পুজোও দেন। যাঁরা ছটপুজো উপলক্ষ্যে উপোস করেন তাঁদের উদ্দেশে তক্তাঘাট থেকে মমতা বলেন, "আমাদের অনেক মা-বোন আছে, যাঁরা ৩৬ ঘণ্টা উপোস করে, তারপর এই পুজো করে। আমিও খেয়ে আসিনি। আমাদের রাজ্যে গঙ্গা আছে। আমি গঙ্গাকে প্রণাম করি।"

সোমবার পর্যন্ত রাজ্যে চলবে ছটপুজো। রাজ্যের বিভিন্ন প্রান্তে গঙ্গার ঘাট গুলিতে ছটপুজো শুরু হয় গিয়েছে। এদিন দইঘাটে গিয়ে প্রত্যেক বারের মত পুজো দেন মমতা। আরতি করতেও দেখা যায়। রাম পেয়ারে রামের কথা উল্লেখ করে মমতা বলেন, "প্রতিবছর দইঘাটে দেখা হত। আমাদের সাথে থাকত। আমাদের পুরনো সহযোদ্ধা। ওঁর পরিবারকে সমবেদনা জানাই।"