আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটে কার্যত ভরাডুবি হয়েছে বিজেপির। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সাহায্যে সরকার গড়তে পেরেছে এনডিএ। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। কিন্তু ক্ষমতায় এলে কী হবে, সমীক্ষার রিপোর্ট খুব একটা সুখকর নয় নরেন্দ্র মোদির জন্য। লোকসভা ভোটের ফল প্রকাশের কয়েক মাস পর একটি জাতীয় সংবাদমাধ্যমের তরফে মুড অফ দ্যা নেশন সমীক্ষা করা হয়।
আর সেখানে দেখা যায় বর্তমানে দেশে ৫০% বেশি ভোটদাতার আস্থা নেই নরেন্দ্র মোদির ওপর। ২০১৪ সালে এনডিএ ক্ষমতায় আসার পর থেকে এই প্রথম এমন রিপোর্ট দেখা গেল। একদিকে যেমন নরেন্দ্র মোদির প্রতি আস্থা কমেছে, রিপোর্টে দাবি করা হয়েছে, জনপ্রিয়তা বেড়েছে রাহুল গান্ধীর। তবে নরেন্দ্র মোদির থেকে এখনও বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন তিনি। যা রিপোর্ট এসেছে তাতে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা নির্বাচন করানো হয়, তাহলে বিজেপির ভোট ৩৮% থেকে কমে দাঁড়াবে ৩৬.৬%।
সমীক্ষায় সরকার গড়ার দাবি রাখছে এনডিএ জোটই। কিন্তু দেখা যাচ্ছে আসন সংখ্যা বেড়েছে কংগ্রেসের। গত ১৫ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত এই সমীক্ষা চালানো হয়েছিল। মতামত জানিয়েছেন, ১ লক্ষ ৩৬ হাজার ৪৬৩ জন ভোটদাতা। সেখানে মোদিকে ভোট দিয়েছেন ৪৯%। রাহুল গান্ধীর প্রতি আস্থা রেখেছেন ৩২%। ৮% ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, মোদির প্রতি মানুষের সমর্থন কমেছে প্রায় সাড়ে সাত শতাংশ। অনেক ভোটদাতার মতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করেছে মোদি সরকার। নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে সিবিআই, ইডিকে।
