আজকাল ওয়েবডেস্ক: জল্পনার অবসান। শনিবার নতুন পেনশন প্রকল্পের ঘোষণা করল কেন্দ্র। নয়া এই প্রকল্পের নাম ইউনিফায়েড পেনশন স্কিম। শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন পেনশন প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, এই প্রকল্পে উপকৃত হবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি। 

 

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ইউনিফায়েড পেনশন স্কিমের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম নিশ্চিত পেনশন, পরিবারের জন্য ন্যূনতম পেনশন পাওয়ার নিশ্চয়তা থাকছে। পয়লা এপ্রিল ২০২৫ থেকে নতুন পেনশন প্রকল্প চালু হবে। প্রথম বছরে এই প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ৬২৫০ কোটি টাকা। 

 

ইউনিফায়েড পেনশন স্কিমের আওতায় যাঁরা অন্ততপক্ষে ২৫ বছর চাকরি করেছেন, অবসরের আগে শেষ ১২ মাস মূল বেতন যা ছিল গড়ে তার পঞ্চাশ শতাংশ পেনশন হিসেবে পাবেন অবসরপ্রাপ্তরা। দশ থেকে পঁচিশ বছর মধ্যে যাঁরা চাকরি করেছেন, তাঁরাও সমানুপাতিক হারে পেনশন পাবেন৷ কমপক্ষে দশ বছর যাঁরা চাকরি করেছেন, তাঁরা ১০ হাজার টাকা পেনশন পাবেন৷ পাশাপাশি কেন্দ্রের ডিএ-র সুবিধাও পাবেন অবসরপ্রাপ্তরা।