শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৩ আগস্ট ২০২৪ ১৬ : ৩৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গেই ফের একবার নদী ভাঙনের সম্মুখীন হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের চাচন্ড গ্রাম পঞ্চায়েতের উত্তর চাচন্ড গ্রাম। শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া এই ভাঙনে ইতিমধ্যেই বেশ কিছুটা জমি এবং একটি বাঁশঝাড় নদীগর্ভে তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক, গঙ্গা যে দ্রুততার সঙ্গে জনবসতির দিকে এগিয়ে আসছে, তাতে শুক্রবার সন্ধের মধ্যেই ওই গ্রামের বেশ কিছু বাড়ি নদী গর্ভে তলিয়ে যেতে পারে।
গত ১৫ দিন ধরে গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধির সঙ্গেই সামশেরগঞ্জের ব্লকের চাচন্ড এবং প্রতাপগঞ্জ পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে নতুন করে গঙ্গা নদীর ভাঙন শুরু হয়েছে। প্রতাপগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত লোহরপুর গ্রামে ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে চলে গেছে। শিবপুর গ্রামেও কয়েকটি পরিবার নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই গঙ্গা নদীর ভাঙন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং ফারাক্কা ব্লকে ভয়াবহ রূপ ধারণ করেছে। সামশেরগঞ্জ ব্লকের শিবপুর , চাচন্ড , প্রতাপগঞ্জ, ধানঘড়া সহ একাধিক এলাকা গত কয়েক বছরে গঙ্গা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে কমপক্ষে এক হাজারের বেশি পরিবার।
রাজ্য সরকারের তরফ থেকে, গঙ্গা ভাঙন প্রতিরোধের জন্য কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে মুর্শিদাবাদের ভাঙন প্রতিরোধের জন্য কোনও অর্থ বরাদ্দ করা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্য সরকার ১০০ কোটি টাকা ব্যয়ে সামশেরগঞ্জে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করেছে।
উত্তর চাচন্ড গ্রামের এক বাসিন্দা বলেন, গত কয়েকদিন ধরে ক্রমাগত নদীতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। আমাদের আশেপাশের কয়েকটি গ্রামে গঙ্গা নদীর ভাঙন শুরু হলেও এতদিন এই গ্রামে ভাঙন হয়নি। শুক্রবার দুপুর থেকে হঠাৎই গ্রামবাসীদের জমি নদী গর্ভে তলিয়ে যেতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, শুক্রবার দুপুর পর্যন্ত এলাকার কোনও বাড়ি নদী গর্ভে তলিয়ে না গেলেও বেশ কয়েকজনের জমি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এরা পাশাপাশি গ্রামের একটি বড় বাঁশঝাড়ও নদী গর্ভে তলিয়ে গেছে বলে জানা গেছে।
গ্রামবাসীরা জানিয়েছেন, গঙ্গা নদী এই মুহূর্তে যেখানে রয়েছে তার থেকে আর কয়েক মিটারে এগিয়ে গেলেই গ্রামের ভেতরে প্রবেশ করে যাবে। তার ফলে ভয়াবহ ভাঙনের মুখে পড়বে উত্তর চাচন্ড গ্রামের বাসিন্দারা। শুক্রবার দুপুরে ভাঙন শুরু হতেই বেশ কিছু পরিবার নিরাপদে অন্যত্র সরে যাওয়ার পরিকল্পনা শুরু করেছে।
চাচন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরদৌসী খাতুন জানিয়েছেন, শুক্রবার দুপুর থেকে নতুন করে ভাঙন শুরু হওয়ার খবর তার কাছে এখনও পৌঁছায়নি। তিনি বলেন, 'ওই গ্রামের খুব কাছ দিয়ে গঙ্গা নদী বয়ে যায়। গঙ্গা নদী যদি আর কয়েক মিটার গ্রামের দিকে এগিয়ে আসে তাহলে বেশ কিছু বাড়িঘর নদী গর্ভে তলিয়ে যেতে পারে। গোটা বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি।'
নানান খবর

নানান খবর

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও