আজকাল ওয়েবডেস্ক: নিম্নচাপের জেরে মঙ্গলবার দেশের একাধিক জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে ছয়টি রাজ্যে একটানা ভারি বৃষ্টির কমলা সতর্কতা জারি করল মৌসম ভবন। আগামী তিনদিন এই রাজ্যগুলির পাশাপাশি, বাকি অন্যান্য রাজ্যেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।
মৌসম ভবন সূত্রে খবর, আজ পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, পুদুচেরি ও কেরলে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ থেকে ২৩ আগস্ট, শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, ওড়িশা, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুরে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
আগামী তিনদিন বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কেরল, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ুতে। আগামী পাঁচ থেকে সাতদিন বিহার, ছত্তিশগড়, উত্তর প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য রাজ্যেও তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে। চলতি সপ্তাহেও জল জমা, ধস, নদীর জলস্তর বৃদ্ধি ঘিরে আগাম সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
