নিজস্ব সংবাদদাতা: ছোট পর্দা, বড় পর্দা এবং ওয়েব সিরিজ নানা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে বাঙালি অভিনেতা রাহুল দেব বোস-কে। শোনা যাচ্ছে, এবার নেটফ্লিক্সের বহু প্রতীক্ষিত জনপ্রিয় ওয়েব সিরিজ 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ দেখা যেতে চলেছে টলিউডের এই পরিচিত মুখকে। যদিও এই ব্যাপারে কোনও মন্তব্য কিংবা বিবৃতি পেশ করেননি রাহুল।
বলি-পরিচালক নীরজ পাণ্ডের নতুন ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টলিউড তারকাদের ছড়াছড়ি। কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই সিরিজে দেখা যাবে টলিপাড়ার দুই প্রথম সারির তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎকে। এছাড়াও থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়ও। এই তালিকায় রয়েছেন বাংলার বহু জনপ্রিয় মুখ।
কিছুদিন আগেই মুম্বই গিয়ে এই ওয়েব সিরিজের দ্বিতীয় ভাগের শুটিং করে এসেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কলকাতার ভাগের শুটিং নাকি হয়ে গিয়েছে আগেই। সূত্রের খবর, এবার 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ টলিপাড়ার নতুন সংযোজন হিসেবে থাকছেন অভিনেতা রাহুল দেব বসু। আরও শোনা যাচ্ছে, মুম্বই পাড়ি দিয়েছেন রাহুল। এর আগে জি বাংলার 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকে কিছুদিনের জন্য দেখা গিয়েছিল রাহুলকে, সম্ভবত সেখানে একটি পুলিশের চরিত্রই অভিনয় করেছিলেন এই অভিনেতা।
'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার' ওয়েব সিরিজেও কি তেমন পুলিশের চরিত্রেই অভিনয় করছেন রাহুল? তা এখনও জানা যায়নি। যদিও কিছুদিন আগে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন এই বাঙালি অভিনেতা। সে পোস্টে দেখা গিয়েছিল শুটিং সেটের ক্যামেরার ছবি। সঙ্গে ক্যাপশনে লেখা ছিল 'নেটফ্লিক্স' শব্দটি।
উল্লেখ্য, এর আগে ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’ তৈরি করেছিলেন নীরজ পান্ডে। সেই সিরিজে একজন পেশাগত পুলিশ অফিসারের জীবনের সততার নানা দিক তুলে ধরা হয়েছিল। দেখানো হয়েছিল কীভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। পরিচালকের এবার কলকাতার গল্পে কোন টুইস্ট উঠে আসবে? সেই অপেক্ষায় দর্শক। নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই সিরিজটি।
