শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Riya Patra | ১৭ আগস্ট ২০২৪ ১১ : ৩০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বন্ধুদেরকে নিয়ে বিরিয়ানি খেতে গিয়েছিলেন। কিন্তু তারপর থেকে খোঁজ নেই। রহস্যজনকভাবে 'নিখোঁজ' হয়ে গেলেন মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত সাদিকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী। ইতিমধ্যেই 'নিখোঁজ' ব্যক্তির পরিবার সুতি থানার দ্বারস্থ হয়েছেন। তবে লিখিত কোনও অভিযোগ এখনও দায়ের হয়নি বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, 'নিখোঁজ' ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন। তাঁর বাড়ি সুতি থানার অন্তর্গত সাদিকপুর- মদনা মোড়ের কাছে। জঙ্গিপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর আমরা জানতে পেরেছি বিশেষ কোনও কারণে ওই ব্যক্তি স্বেচ্ছায় নিজের ফোন বন্ধ করে একটি গোপন জায়গায় লুকিয়ে রয়েছেন। ওই ব্যক্তিকে দ্রুত সুতি থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
২৭ আসন বিশিষ্ট সাদিকপুর গ্রাম পঞ্চায়েতে গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১০ , বিজেপি ৮ , আরএসপি ১, সিপিএম ২ এবং কংগ্রেস ৬ আসনে জয়ী হয়। এরপর তৃণমূল ছাড়া অন্য রাজনৈতিক দলের সমর্থনে আরএসপি সদস্যা রেশমা বিবি পঞ্চায়েতের প্রধান হিসেবে নিযুক্ত হন। স্থানীয় সূত্রে জানা গেছে রেশমা বিবি পঞ্চায়েতের প্রধান হলেও পেশায় ব্যবসায়ী সাদ্দামই মূলত তার হয়ে পঞ্চায়েতের যাবতীয় কাজকর্ম দেখাশোনা করতেন। সূত্রের খবর সম্প্রতি রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে রেশমা এবং তাঁর স্বামীকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। যদিও সুতি-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সিরাজুল ইসলাম বলেন, 'এই ঘটনার সঙ্গে আমাদের দলের কেউ জড়িত নয়। ওরাই বলতে পারবে কী হয়েছে।'
সাদিকপুর পঞ্চায়েতের প্রধান বলেন, 'শুক্রবার রাতে আমার স্বামী কয়েকজন বন্ধুর সঙ্গে বিরিয়ানি খাওয়ার জন্য চাঁদের মোড়ের কাছে একটি দোকানে যায়। এরপর বন্ধুদের ওই দোকানে বসিয়ে সে কোথায় চলে গেছে আমরা তার কোনও খোঁজ পাচ্ছিনা। তাঁর ফোনটিও সুইচড অফ রয়েছে।'
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ চার বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন দুই সন্তানের বাবা সাদ্দাম। চাঁদের মোড়ের কাছে বন্ধুদের একটি বিরিয়ানির দোকানে বসিয়ে সে রাস্তার উল্টো দিকের অন্য একটি বিরিয়ানির দোকানে পুরনো কিছু প্রাপ্য টাকা মেটানোর জন্য যায়। সাদ্দামের বন্ধুরা বিরিয়ানির দোকানে দীর্ঘক্ষণ বসে থাকার পরও সে ফেরত না আসায় বারবার তাঁকে ফোন করতে থাকে। কিন্তু 'নিখোঁজ' হবার পর থেকেই সাদ্দামের ফোনটির সুইচড অফ রয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সাদ্দামকে ৩৪ নম্বর জাতীয় সড়ক পেরিয়ে অন্য একটি বিরিয়ানির দোকানের দিকে যেতে দেখা গেছে। কিন্তু তারপর কি হয়েছে তার কোনও সিসিটিভি ফুটেজ এখনও পাওয়া যায়নি। তবে 'নিখোঁজ' ব্যক্তির পরিবারের সদস্যরা গোটা ঘটনায় 'অপহরণের' তত্ত্ব উড়িয়ে দিতে রাজি নয়। পঞ্চায়েত প্রধানের প্রতিবেশী রাফিকুল ইসলাম বলেন, 'রাজনৈতিক কোনও কারণে পঞ্চায়েত প্রধানের স্বামীকে অপহরণ করা হয়েছে কিনা সেই বিষয়ে আমরা নিশ্চিত নই। তবে আমরা আশঙ্কা করছি সাদ্দামের সাথে খারাপ কিছুও হয়ে থাকতে পারে। তাই গোটা বিষয়টি ইতিমধ্যেই আমরা সুতি থানার পুলিশকে জানিয়েছি।'
নানান খবর

নানান খবর

মাধ্যমিকের ফলপ্রকাশের পরদিনই উত্তীর্ণ পড়ুয়ার রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য

ধেয়ে আসছে কালবৈশাখী! কোন কোন জেলায় শনিবার ভারী দুর্যোগ জানুন

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও