শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | Calcutta National Medical College: ‘সন্দীপ ঘোষ ফিরে যাও’, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে গো ব্যাক স্লোগান, বিক্ষোভে উত্তাল ন্যাশনাল মেডিক্যাল কলেজ

Kaushik Roy | ১৩ আগস্ট ২০২৪ ১০ : ৩১Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: ‘ন্যাশনাল মেডিক্যাল আস্তাকুঁড় নয়, আমরা আরজি করের আবর্জনা সিএনএমসি-তে চাই না’। সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে নাম ঘোষণা করার পর আন্দোলনে নামলেন পড়ুয়ারা। সোমবার রাত থেকেই ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনের গেটে তালা পড়ে গিয়েছে। হাসপাতালের একতলাতেই প্রশাসনিক ভবন। অধ্যক্ষের ঘরে যাওয়ার মূল প্রবেশপথ সেটি। সেখআনে তালা মেরে রাতভর পাহারায় ছিলেন তাঁরা। মঙ্গলবার সকাল হতেই আন্দোলনের আঁচ আরও বেড়ে যায়। পড়ুয়াদের হাতে লক্ষ্য করা যায় প্ল্যাকার্ড। মঙ্গলবার সকালে স্থানীয় কাউন্সিলর এলে বিক্ষোভের আঁচ আরও বেড়ে যায়। সকাল দশটার দিকে হাসপাতালে আসেন রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা। তাঁকে দেখেও গো ব্যাক স্লোগান তোলেন পড়ুয়ারা।




রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়, ‘আপনি কী করে গ্যারান্টি দিতে পারেন যে সন্দীপ ঘোষ এখানে এলে এখানেও ওরকম ঘটনা ঘটবে না? এখানেও তো অনেক মেয়েরা পড়াশোনা করে’। পড়ুয়ারা বলেন, ‘আমাদের যে পুরনো অধ্যক্ষ ছিলেন তিনিই থাকুন। আমরা সন্দীপ ঘোষকে অধ্যক্ষ হিসেবে চাই না’। আন্দোলনকারী পড়ুয়ারা স্বর্ণকমলের কাছে একাধিক দাবি রাখেন। জানান, ‘যিনি নিজে ইস্তফা দিলেন তাঁকেই আবার বিকেলের মধ্যে কী করে কাজে বহাল করা হতে পারে? সন্দীপ ঘোষকে তাঁর কার্যকালে কোনও পদেই বহাল করা যাবে না’। আরজি করের ঘটনা নিয়েও তাঁরা জানান, ‘মৃতের পরিবারকে যত দ্রুততার সঙ্গে সম্ভব আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে। নিরপেক্ষ তদন্ত করতে হবে’। তবে পড়ুয়াদের আশ্বাস আন্দোলন চললেও কোনও রকম কর্মবিরতি রাখা হয়নি সিএনএমসি-তে। এমার্জেন্সি খোলা আছে। সেখানে চিকিৎসা করাতে পারবেন সাধারণ মানুষ। প্রসঙ্গত, সোমবার সকালে আরজি করের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ।





নিজেই সাংবাদিক সম্মেলন করে ইস্তফা দিয়ে তিনি জানান, সরকারি চাকরিই ছেড়ে দিতে চান তিনি। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, সন্দীপ ঘোষকে অন্য কোথাও নিয়োগ করা হতে পারে। এরপরই সোমবার বিকেলে স্বাস্থ্য ভবনের তরফে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ হিসেবে ঘোষণা করা হয়। সেখানকার বর্তমান অধ্যক্ষ অজয় কুমার রায়কে স্বাস্থ্য ভবনের ওএসডি হিসেবে বদলি করা হয়। আর স্বাস্থ্য ভবনের ওএসডি সুহৃতা পালকে নিয়োগ করা হয় আরজি করের নতুন অধ্যক্ষ হিসেবে। তিনি মঙ্গলবার সকালেই আরজি করে পৌঁছেছেন এবং জানিয়েছেন পড়ুয়াদের দাবির সঙ্গে তিনিও সহমত।


Kolkata NewsWest BengalCalcutta National Medical College

নানান খবর

নানান খবর

সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন

মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?

টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?‌ 

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার 

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক

কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪

কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১

ডগ-স্কোয়াড: তদন্তকারি আধিকারিকরা কীভাবে শিখছেন তদন্তপ্রক্রিয়া, কোন পদ্ধতি অনুসরণ করতে হয় তাঁদের

কসবায় সিপিএমের পার্টি অফিসে তুমুল মারামারি, কামড়াকামড়ি, রক্তাক্ত হল বৈঠক

রক্ত ও চামড়ার মাধ্যমে অ্যালার্জি পরীক্ষা, রাজ্যে প্রথম গবেষণামূলক পরীক্ষাকেন্দ্র চালু হচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজে

হ্যাকফেস্ট ২০২৫: টেকনো ইন্ডিয়া গ্রুপ ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনের এক মহোৎসব

ধাপায় আগুন, কালো ধোঁয়াতে ঢাকল গোটা এলাকা

সোশ্যাল মিডিয়া