আজকাল ওয়েবডেস্ক: শীত পড়তেই যেন শুরু হয়ে যায় অপেক্ষা। অনেকেই বলেন বারো মাসের তেরো পার্বণ পেরিয়ে এ যেন চোদ্দ নম্বর পার্বণ। জানুয়ারি যত এগোতে থাকে শেষের দিকে, তত কমতে থাকে অপেক্ষা। এবারেও অন্যান্য বছরের মতোই, আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ২২ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন বইমেলার। চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত। ৪৯ তম এই বইমেলায় এবার থাকছে একগুচ্ছ নতুন চমকও। কী কী?
একনজরে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা-
বইমেলা কর্তৃপক্ষ অর্থাৎ গিল্ড, প্রতি বছর থিম কান্ট্রি হিসেবে বেছে নেয় কোনও এক দেশকে। চলতি বছরের বইমেলার থিম কান্ট্রি আর্জেন্টিনা।
চলতি বছরে সরাসরি ও যৌথভাবে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে প্রায় ২০টি দেশ।
২২ জানুয়ারি বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবছরের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার মাননীয় রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। এছাড়াও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের কবি, সাহিত্যিক ও বিশিষ্টহনেরা।
বইমেলায় থাকবে ন'টি তোরণ। ৯টি তোরণের মধ্যে দুটি হচ্ছে আর্জেন্টিনার স্থাপত্যর আদলে। প্রফুল্ল রায় এবং প্রতুল মুখোপাধ্যায়ের নামে থাকছে দুটি তোরণ। সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর নামে থাকছে বইমেলার একটি তোরণ।
চলতি বছরে বইমেলায় পালিত হবে ভূপেন হাজারিকা এবং সলিল চৌধুরীর জন্মশতবর্ষ।
বইমেলায় এবার লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন হচ্ছে কবি রাহুল পুরকায়স্থর নামে। জন্মশতবর্ষ উপলক্ষে শিল্পী ময়ুখ চৌধুরীর নামে থাকবে বইমেলার শিশু মণ্ডপ।
চলতি বছরের বইমেলায় থাকবে হাজারের বেশি অংশগ্রহণকারী।
বইমেলায় অন্যন্য বছরের মতোই চলতি বছরেও পালিত হবে চিরতরুণ দিবস এবং শিশু দিবস। সিনিয়র সিটিজেন দিবস ‘চিরতরুণ’ উদ্যাপিত হবে ৩০ জানুয়ারি এবং শিশু দিবস উদ্যাপন হবে ১ ফেব্রুয়ারি।
চলতি বছরের বইমেলায় সবচেয়ে বড় চমক, মেলায় এবার সাধারণের সুবিধার্থে থাকছে মেট্রোর বিশেষ বুথ। এই প্রসঙ্গে উল্লেখ্য, এবছরই বইমেলা প্রাঙ্গণে মেট্রো রেলে হাওড়া থেকে এসপ্ল্যানেড হয়ে সরাসরি পৌঁছন যাবে। এবারের বইমেলা প্রাঙ্গণে থাকবে মেট্রোর একটি বিশেষ বুথ যেখান থেকে UPI এর মাধ্যমে সরাসরি টিকিট কাটা যাবে।
বইমেলার এক নম্বর গেটের কাছে থাকবে অ্যাপ ক্যাবের বিশেষ স্ট্যান্ড। চলতি বছর গিল্ড চুক্তি করেছে যাত্রী সাথীর সঙ্গে। এক নম্বর গেটের পাশে অ্যাপ ক্যাবের তিনটি বুথ।
আন্তর্জাতিক কলকাতা বইমেলার অ্যাপের মাধ্যমে গুগল লোকেশন মারফত মেলার যে কোনও স্টল খুঁজে পাওয়ার সুবিধা থাকছে এবারেও। কিউআর কোড স্ক্যান করে মেলার ডিজিটাল ম্যাপ এবং অংশগ্রহণকারীদের তালিকা পাওয়া যাবে নিমেষেই। সঙ্গেই থাকবে মুদ্রিত ম্যাপও।
চলতি বছরে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল হবে ২৪ ও ২৫ জানুয়ারি ২০২৬।
