আইসিস মডিউলের খোঁজে মহারাষ্ট্র, কর্নাটকের একাধিক জায়গায় তল্লাশি এনআইএ–র || নদিয়ায় শুটআউট, গুলিতে ঝাঁঝরা ব্যবসায়ী || উত্তুরে হাওয়ায় পারদ নামল দক্ষিণবঙ্গে || কুলতলির ভুবনেশ্বরী গৌড়ের চকে বাঘের পায়ের ছাপ, ঘটনাস্থলে বনদপ্তর ও পুলিশ || সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে মূল অভিযুক্তকে জামিন দিল আদালত || উত্তরপ্রদেশে বিয়েবাড়ির অনুষ্ঠান চলাকালীন দেওয়াল চাপা পড়ে মৃত সাত || দিল্লিতে শুটআউট, গ্রেপ্তার দুই || পাঞ্জাব সীমান্ত থেকে উদ্ধার পাক ড্রোন || চোটের জন্য ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে নেই প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি || উত্তরবঙ্গ থেকে ফিরেই দিল্লি যাবেন মমতা || আলু চাষে ব্যাপক ক্ষতি, আত্মঘাতী ঋণের বোঝায় জর্জরিত কৃষক || লাইনচ্যুত মালগাড়ি, ব্যান্ডেল-কাটোয়া শাখায় ব্যাহত রেল চলাচল || মাঝরাতে তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা, সিসিইউতে চিকিৎসাধীন মদন || চেন্নাইয়ে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.‌২ || ফিরছে শীতের আমেজ, ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা || যোগী রাজ্যে তরুণী মেয়েকে চার লক্ষ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে || মহুয়া সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট পেশ লোকসভায় || মুর্শিদাবাদে এলাকা দখলকে কেন্দ্র করে ‌সংঘর্ষ, আহত দুই || উঠোনে খোঁড়া গর্তে পড়ে নাবালিকার মৃত্যু, বাদুড়িয়ায় চাঞ্চল্য || কার্শিয়াংয়ে সরকারি প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি || জমি বিবাদকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভাঙড়, চলল গুলি || জয়নগরে সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্যু, বাড়ির অদূরে মিলল দেহ || সংসদ থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্র || ভোটে হারের পরেই পেলেন চোট, হাসপাতালে ভর্তি তেলেঙ্গানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ||

শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩

বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টি

সম্পূর্ণ খবর

সপ্তাহের সেরা স্পোর্টস রাউন্ড আপ গেম পয়েন্ট

HEMRAJ ALI | ১৭ নভেম্বর ২০২৩ ১৮ : ০২


01. কাপের অপেক্ষায়
২০০৩ থেকে ২০২৩। দু দশক পর কি বদলা নেবে টিম ইন্ডিয়া ? সৌরভ গাঙ্গুলি পারেন নি, রোহিত শর্মা কি পারবেন বিশ্বকাপ হাতে তুলতে ? ক্রিকেটপ্রেমী জনতা স্বপ্ন দেখতে শুরু করেছে। পারফেক্ট টেন স্কোর করে ফেলা একটা দল নিয়ে সেই স্বপ্ন দেখাই স্বাভাবিক। কিন্তু রোহিতরা জানেন বিষয়টা মোটেও এত সহজ নয়। প্রতিপক্ষের নাম অস্ট্রেলিয়া। যারা ইস্পাত কঠিন স্নায়ু দেখিয়ে গতকাল নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। রোহিত যেমন অধিনায়ক সুলভ দায়িত্ব নিচ্ছেন, প্যাট কামিন্সও তাই। ম্যাক্সওয়েল, ওয়ার্নার, স্টার্ক, হেজলউডরাও কাপ নিয়েই দেশে ফিরতে চান। তাই রবিবার কঠিনতম লড়াই বিরাট, শামিদের। বিশ্বকাপে হেড টু হেড এ কাঙারুরাই এগিয়ে। এখনও পর্যন্ত ১৩টা ম্যাচে তারা জিতেছে আটটা। তার মধ্যে সেই ২০০৩ এর ফাইনাল রয়েছে। রিকি পন্টিং এর সেঞ্চুরির জবাব দিতে ব্যর্থ হয়েছিলেন সচিন, সৌরভরা। এবার বিরাট, রোহিতদের বদলা নেওয়ার পালা। এই বিশ্বকাপের শুরুতেই জিতেছেন তাঁরা। ফাইনালের নার্ভ গেমে জিতলেই কেল্লা ফতে !

02. ওয়াংখেড়েতে দীপাবলি
রোহিত শর্মা যেন ঠিকই করেছিলেন ২০১৯ এর পুনরাবৃত্তি কিছুতেই হতে দেবেন না। বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেই সে বার স্বপ্নভঙ্গ হয়েছিল টিম ইন্ডিয়ার। প্রথম ওভার থেকেই তাই গোলাগুলি চালানো শুরু। ট্রেন্ট বোল্ট আর টিম সাউদির মত দুই অভিজ্ঞ বোলার তখন দিশেহারা। কেন উইলিয়ামসনের অসাধারণ ক্যাচ ভারত অধিনায়ককে ফিরিয়ে দিলেও ২৯ বলে ৪৭ রানের ইনিংসটা দিনের রিংটোন সেট করে দিয়েছিল। বিরাট কোহলির মহাকাব্যিক সেঞ্চুরি, শ্রেয়স আইয়ারের টানা দ্বিতীয় ঝোড়ো সেঞ্চুরি তৈরি করল ফিলহারমোনিক অর্কেস্ট্রা। যোগ্য সঙ্গত দিলেন শুবমন গিল আর লোকেশ রাহুল। ভারতের ৩৯৭ রান বিশ্বকাপের নক আউট পর্বে রেকর্ড। নিউজিল্যান্ড খারাপ শুরু করে নি। ক্যাপ্টেন রোহিত দেরি করেননি। দ্রুত আক্রমণে আনলেন এই বিশ্বকাপের ম্যান উইথ দ্যা গোল্ডেন আর্ম মহম্মদ শামিকে। বাকিটা ইতিহাস। প্রথম বলে ডেভন কনওয়েকে দিয়ে শুরু। আর কোটার এক বল বাকি থাকতে লকি ফার্গুসন। সাত উইকেট নামের পাশে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আবার দীপাবলির আলো। যদিও পাশাপাশিই মনে রাখবার মত লড়াই করলেন ড্যারিল মিচেল আর কেন উইলিয়ামসন। তাঁদের ১৭৯ রানের জুটি গ্যালারিতে সাময়িক আতঙ্ক তৈরি করেছিল ঠিকই। কিন্তু এই ভারতীয় দল যেন অন্য ধাতুতে গড়া। কিউইদের থামতে হল ৭০ রান পিছনে। আসলে দিনটা এ দিন শামি, বিরাটদেরই ছিল। আর একটা, শুধু একটা এরকম দিন আসুক আগামী রবিবার। গোটা ভারতের আপাতত এটাই চাওয়া।

03. রেকর্ড বুকে রোশনাই
হাড্ডাহাড্ডি সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়া শুধু নয়, সে দিন ওয়াংখেড়ে স্টেডিয়াম সাক্ষী থাকল একাধিক ব্যক্তিগত মাইলস্টোনেরও। 
প্রথমেই আসবে বিরাট কোহলির কথা। সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সামনেই তার রেকর্ড ভাঙলেন বিরাট। একই সঙ্গে একটি বিশ্বকাপে সর্ব্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রহের ক্ষেত্রেও সচিন তেন্ডুলকরকে পেরিয়ে গেলেন বিরাট। এরপর যাঁর কথা অবশ্যই বলতে হবে তিনি সেমিফাইনালের নায়ক মহম্মদ শামি। নিউজিল্যান্ডের সাত ব্যাটারকে ফেরত পাঠিয়ে শামি একই সঙ্গে গড়ে ফেললেন একাধিক রেকর্ড। প্রথম ভারতীয় বোলার হিসেবে বিশ্বকাপে ৫০টি উইকেট পেলেন। শুধু তাই নয়, তিনিই বিশ্বের দ্রুততম বোলার হিসেবে এই মাইলস্টোনে পৌঁছলেন, মাত্র ১৭ ইনিংসে। বিশ্বকাপে সব থেকে বেশি বার পাঁচ উইকেট পাওয়ার রেকর্ডও এখন তাঁর দখলে। ভারতীয় বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারও এটাই। এরপর আসা যাক রোহিত শর্মার কথায়। প্রতি ম্যাচেই ব্যক্তিগত রেকর্ডের কথা না ভেবে মারমুখী ব্যাটিং করে বোলারদের মাথায় চড়তে দিচ্ছেন না। তা সত্বেও রেকর্ড বুকে নাম তুলে ফেলেছেন তিনি। বিশ্বকাপে সব থেকে সেঞ্চুরি এখন তাঁরই। বিশ্বকাপে সব থেকে বেশি ছক্কা মেরেছেনও রোহিত। টপকে গেলেন ক্রিস গেইলকে। এখন আর একটা মাইলস্টোনই বাকি। রবিবাসরীয় ফাইনালে ট্রফি হাতে নিতে পারলে তিনি একাসনে বসবেন কিংবদন্তি কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে।

04. বীর মনবীর
রোহিতদের নিয়ে হৈচৈ এর মধ্যেই সাফল্য সুনীলদের। ভারতীয় ফুটবল দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এক গোলে হারিয়ে দিল কুয়েতকে। গতকাল খেলার ৭৫ মিনিটে ছাংতের পাস থেকে গোল করেন মনবীর সিং। যদিও ফিফা ranking এ কুয়েত ভারতের থেকে বেশ কিছুটা পিছিয়ে, তাদের দেশে গিয়ে জয়, নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে সুনীল ছেত্রিদের।



বিশেষ খবর

নানান খবর

International Anti-Corruption Day 2023

নানান খবর

ফের মোদি ম্যাজিক

উদ্ধার কোটি কোটি টাকা

মমতার 'দিল্লি চলো'

তবু বন্ধ হয় না শো..

Merlin

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জিটিএ কর্মীদের

'পাশে থাকবে দল'

আরও ঝাপসা হচ্ছে রাজধানী

'সম্ভাবনাময়' ভারত

মহাকালের ভস্মারতি

শুক্রেই মহুয়ার ভাগ্য নির্ধারণ ?

দেখে নিন আজকের সেরা ১০টি খবর

আকাশপথে পরিদর্শনে রাজনাথ

সাদা বরফের চাদরে মুড়ল দার্জিলিং

সমতলেই খেলাঘর...

জাঁকিয়ে শীত কবে?

পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বড় ঘোষণা

উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

হাসপাতালে মদন মিত্র

ভালোবাসার টানে সীমান্ত পার প্রেমিকার