আজকাল ওয়েবডেস্ক: ইডেন টেস্টে তিন নম্বরে নামানো হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। বিরাট–রোহিত অবসরের পর তিন নম্বর পজিশন নিয়ে যেন মিউজিক্যাল চেয়ার চলছে। কখনও সাই সুদর্শন, তো কখনও সুন্দর। কিন্তু কেউ থিতু হতে পারেননি।
গম্ভীরকে সেই বিষয়কে সতর্ক করছেন অজিঙ্ক রাহানে। ভারতীয় ব্যাটিংয়ের তিন নম্বরে কখনও সাই সুদর্শন, কখনও ওয়াশিংটন সুন্দর খেলছেন। আবার ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে সুযোগ পাচ্ছেন না অভিমন্যু ঈশ্বরণ বা সরফরাজ খান। ফলে একটা অনিশ্চিয়তা চলছেই। অশ্বিনের সঙ্গে একটি সাক্ষাৎকারে রাহানে বলেন, ‘আমি একজনের নাম করব। সাই সুদর্শন। যখন আপনি ৩ নম্বরে ব্যাট করেন, তখন আলাদা দক্ষতার প্রয়োজন। ৬ বা ৭ নম্বরে ব্যাট করার জন্য আলাদা দক্ষতার প্রয়োজন হয়। ওয়াশিংটন দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু ৩ নম্বরে ব্যাট করতে যাওয়া ওর জন্যও বিভ্রান্তিকর হতে পারে। ও নিশ্চয়ই ভাবছে, ‘আমি কীভাবে মানিয়ে নেব?’ আমার বিশ্বাস, ওয়াশিংটন বোলিং অলরাউন্ডার।’ এরপরই রাহানের সংযোজন, ‘যদি কাউকে তিন নম্বরে ব্যাট করতে হয়, তাহলে আলাদা করে প্রস্তুতি নিতে হয়। সময় দিতে হয়। ওয়াশিংটন হোক বা সাই, যেই খেলুক না কেন, তাকে সমর্থন জোগাতে হবে। যদি সাইকেই ৩ নম্বরে দীর্ঘসময় খেলাতে হয়, তাহলে তাকে সময় দেওয়া উচিত। একই ঘটনা ওয়াশির ক্ষেত্রেও প্রযোজ্য।’ তারপরই রাহানে বলেন, ‘একজন ক্রিকেটারের কেরিয়ার বাজি রেখে এটা চলছে। আমাদের দেশের হয়ে খেলতে হয়। তাই একজনকে তিন নম্বরে খেলাতে হলে সময় দেওয়া উচিত।’
শনিবার থেকে শুরু গুয়াহাটি টেস্ট। সেখানে গম্ভীর কাকে তিন নম্বরে খেলান, সেটাই দেখার।
