আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশে অন্তর্বর্তী‌‌কালীন সরকারের মন্ত্রক বন্টন হল। বৃহস্পতিবারই শপথ গ্রহণ হয়েছিল। শুক্রবার বিভিন্ন মন্ত্রক ও বিভাগের দায়িত্ব বন্টন করা হয়েছে। এদিন মন্ত্রিপরিষদ বিভাগ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রক, সশস্ত্র বাহিনী বিভাগ–সহ ২৭ টি মন্ত্রক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুসের দায়িত্বে রাখা হয়েছে। 



এছাড়া অন্যান্য উপদেষ্টারা যে যা দায়িত্ব পেলেন সেগুলি হল, সালেহউদ্দিন আহমেদ (‌অর্থ ও পরিকল্পনা মন্ত্রক)‌, ড. আসিফ নজরুল (‌আইন, বিচার ও সংসদ বিভাগ)‌, আদিলুর রহমান খান (‌শিল্প মন্ত্রক)‌, 
হাসান আরিফ (‌স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রক)‌, তৌহিদ হোসেন (‌বিদেশ মন্ত্রক)‌, সৈয়দা রেজওয়ানা হাসান (‌পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক)‌, শারমীন মুরশিদ (‌সমাজকল্যাণ মন্ত্রক)‌। 
ব্রিগেডিয়ার জেনারেল (‌অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন (‌স্বরাষ্ট্র মন্ত্রক)‌, আ.ফ.ম খালিদ হোসেন (‌ধর্ম বিষয়ক মন্ত্রক)‌, ফরিদা আখতার (‌মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রক)‌, 
নুরজাহান বেগম (‌স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক)‌, মো. নাহিদ ইসলাম (‌ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রক)‌, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (‌যুব ও ক্রীড়া মন্ত্রক)‌। অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় বৃহস্পতিবার শপথ নেননি। তার মধ্যে আছেন, প্রাক্তন রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন রায় ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত আধিকারিক ফারুক–ই–আজম। শপথ নেওয়ার পর তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হবে।


গতকালই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ১২০০ জন।