শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: Syamasri Saha | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৮ আগস্ট ২০২৪ ১৩ : ০০Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সকালে প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বয়স হয়েছিল ৮০ বছর। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব। দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। এদিন সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজকাল ডট ইন-এর তরফে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের খবর পেয়ে শোকাহত বিশিষ্ট সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত।
বললনেন, "খুব, খুব খারাপ খবর। বুদ্ধবাবুর কথা মনে করলেই আমরা শিল্পীরা শ্রদ্ধাবনত হই। শিল্পীদের উনি আলাদা সম্মানের চোখে দেখতেন। উনি এমন একজন মানুষ ছিলেন যাঁকে দেখলেই মন ভাল হয়ে যেত। তবে কষ্ট লাগলেও এ খবরের জন্য কিন্তু আমার মন তৈরি ছিল। গত বছর আগস্টে বুদ্ধবাবু যখন ভীষণ অসুস্থ কাটিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন, তখনই ওঁর চিকিৎসকদের কাছে শুনেছিলাম একপ্রকার ঈশ্বরের কৃপাতেই নাকি ওঁকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছিল সেবারে”।
“আমার গানের প্রশংসা করতেন। আমার কোনও গান ওঁর যদি ভাল লাগত অভিনন্দন জানাতে ভুলতেন না। আমার গাওয়া ‘একলা গীতবিতান’টা নিজমুখে চেয়েছিলেন। বুদ্ধবাবু তখন নন্দনে বসতেন। আমি নন্দনে গিয়ে যখন ওঁর হাতে তুলে দিলাম, খুব খুশি হয়েছিলেন। তখন সঙ্গে ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। পিরিয়ড আর বুদ্ধবাবু মনে হয় স্কুলের বন্ধু ছিলেন। আমার সামনে তখুনি আলোচনা শুরু করে দিলেন ওঁরা যে এই 'একলা গীতবিতান'টা নিয়ে আমার জন্য কিছু করা যায় কি না। প্রিয়দা প্রস্তাব দিয়েছিলেন যদি 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড'-এই কাজের দরুণ আমার নাম পাঠানো যায়। বুদ্ধবাবু জানিয়েছিলেন, রাজ্য সরকারের ফেলোশিপ রয়েছে। আমি যেন আবেদন করি তার জন্য”।
“আরও একটি ঘটনা ভোলার নয়। আমার গানের গুরু তখন খুব অসুস্থ। চিকিৎসার খরচ ব্যয় করার ওঁর তেমন সামর্থ্য ছিল না। আমি নিজেও তখন খুব অসুস্থ ছিলাম। কোনওভাবে বুদ্ধবাবুর কাছে সাহায্যের আবেদন পাঠিয়েছিলাম। উনি তখন খবর পাঠিয়েছিলেন, স্রেফ ফোন চলাচল করে এই প্রক্রিয়া সম্ভব নয়। যদি আমি মায়াদি মানে আমার গুরুর অন্তত ৫০জন শিষ্যর সই সহ একটি চিঠি লিখে রাজ্য সরকারের কাছে একটি আবেদন জানাই, তাহলেই উনি এগিয়ে আস্তে পারবেন। এবং সঙ্গে সঙ্গে এগিয়ে আসবেন। কোনওরকমে ৫০জন শিষ্যের সই করা চিঠি জোগাড় করে আবেদন লিখলাম বুদ্ধদেব দাশগুপ্তকে। উনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিয়েছিলেন। আমার গুরুর চিকিৎসা উডবার্ন-এ হল। এই সাহায্য তো ভোলা যায় না”।
কথাশেষে শিল্পীর সংযোজন, “বুদ্ধবাবু মুখমন্ত্রী হওয়ার পর বাংলার সংস্কৃতি জগৎ যে আরও সমৃদ্ধ হয়েছিল এতে তিলমাত্র সন্দেহ নেই। আবার বলছি, মুখ্যমন্ত্রীর আসনে বসাকালীন এত সম্মান শিল্পীদের উনি দিতেন যা ভোলার নয়। যদি বিমানেও দেখা হত, আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে সৌজন্যবোধ দেখাতেন" ।
নানান খবর

নানান খবর

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?