আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর আরও অশান্ত বাংলাদেশ। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত কার্যত ধ্বংসলীলা চালাচ্ছে বিক্ষুব্ধ জনতা। দেদার লুঠপাট যেমন চলছে, তেমনই থানা, কারাগার সহ সরকারি বহু প্রতিষ্ঠান, বিদায়ী মন্ত্রী, সাংসদদের বাড়িতে ব্যাপক হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে দুষ্কৃতীরা। এই উত্তাল পরিস্থিতিতে জেল ছেড়ে পালাল অন্ততপক্ষে পাঁচশো বন্দি।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার বিকেলে শেরপুর জেলা কারাগারে বিক্ষুব্ধ জনতা হামলা করে। প্রথমে কারাগারের মূল ফটক ভেঙে ভিতরে ঢোকে। অস্ত্র লুঠপাট করে। তারপর কারাগারে আগুন জ্বালিয়ে দেয়। এই পরিস্থিতিতে কারাগার থেকে ৫১৮ জন বন্দিই পালিয়ে যায়। আশঙ্কা করা হচ্ছে, এর মধ্যে ২০ দাগী সন্ত্রাসবাদী।
অন্যদিকে, গতকাল চট্টগ্রামে ছয়টি থানায় দেদার লুঠপাট চালানো হয়েছে। জানা গিয়েছে, পালিয়ে যাওয়া জেলবন্দিদের মধ্যে নিষিদ্ধ জামাতের কয়েকজন সক্রিয় সদস্য থাকতে পারে।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার বিকেলে শেরপুর জেলা কারাগারে বিক্ষুব্ধ জনতা হামলা করে। প্রথমে কারাগারের মূল ফটক ভেঙে ভিতরে ঢোকে। অস্ত্র লুঠপাট করে। তারপর কারাগারে আগুন জ্বালিয়ে দেয়। এই পরিস্থিতিতে কারাগার থেকে ৫১৮ জন বন্দিই পালিয়ে যায়। আশঙ্কা করা হচ্ছে, এর মধ্যে ২০ দাগী সন্ত্রাসবাদী।
অন্যদিকে, গতকাল চট্টগ্রামে ছয়টি থানায় দেদার লুঠপাট চালানো হয়েছে। জানা গিয়েছে, পালিয়ে যাওয়া জেলবন্দিদের মধ্যে নিষিদ্ধ জামাতের কয়েকজন সক্রিয় সদস্য থাকতে পারে।
