নিজস্ব সংবাদদাতা: প্রবাদপ্রতিম পরিচালক প্রভাত রায়ের আত্মজীবনী 'ক্ল্যাপস্টিক' লঞ্চ অনুষ্ঠানে উঠে এল নানা অজানা স্মৃতি ও মুহূর্ত। তেমনই অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এদিন জানালেন, প্রযোজকদের কাছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের পারিশ্রমিকের থেকে ২ দু টাকা হলেও বেশি দাবি করতেন প্রভাত রায়।
ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং প্রভাত রায়ের সম্পর্ক পরিচালক অভিনেতার থেকে অনেক ঊর্ধ্বে। প্রভাত রায়ের অসুস্থতার খবর শুনে হাসপাতালে দেখা করতে এসেছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। কাজের বাইরে গিয়েও তাঁদের বন্ধুত্ব চিরকালীন।
কিন্তু প্রযোজকরা প্রভাত রায়ের পারিশ্রমিক জানতে চাইলে, সেই ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনয় করলে প্রভাত রায় বলতেন, "ভিক্টর যা নেবে তার থেকে দু'টাকা হলেও বেশি নেব। এই কথা প্রথমবার সর্বসমক্ষে জানালেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ঘটনা যে সত্যি তা স্বীকার করে নিলেন প্রভাত রায়। কিন্তু হঠাৎ এই দাবি কেন থাকতো পরিচালকের? প্রভাত রায়ের কথায়, "আসলে এইভাবে বলার একটা কারণ আছে। যত বড় মাপের অভিনেতাই হোন না কেন, একটা ছবির ক্ষেত্রে পরিচালকের স্থান সর্বোচ্চ হওয়া উচিত, না হলে পুরো ভিতটাই নড়বড়ে হয়ে যায়। আমার আজও মনে হয় ছবির ক্ষেত্রে পরিচালকরাই আসল। সেই কারণেই আমি এই কথা বলতাম।"
একসময় খাদ্য রসিক পরিচালক হিসাবে পরিচিত ছিলেন প্রভাত রায়। প্রভাত রায় ছবির পরিচালক মানেই, শিল্পী ও কলাকুশলীরা জানতেন যেমন মন দিয়ে কাজ হবে ঠিক তেমনি মন দিয়ে নানা ধরনের খাবারের আয়োজন হবে। সকালবেলা থেকেই ঠিক হয়ে যেত দুপুরে বা রাতে কী খাওয়া হবে। প্রভাত রায়ের শুটিং ফ্লোরের মুহূর্ত মনে করে এদিন আবেগপ্রবণ হয়ে পড়লেন তারকারা।
ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং প্রভাত রায়ের সম্পর্ক পরিচালক অভিনেতার থেকে অনেক ঊর্ধ্বে। প্রভাত রায়ের অসুস্থতার খবর শুনে হাসপাতালে দেখা করতে এসেছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। কাজের বাইরে গিয়েও তাঁদের বন্ধুত্ব চিরকালীন।
কিন্তু প্রযোজকরা প্রভাত রায়ের পারিশ্রমিক জানতে চাইলে, সেই ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনয় করলে প্রভাত রায় বলতেন, "ভিক্টর যা নেবে তার থেকে দু'টাকা হলেও বেশি নেব। এই কথা প্রথমবার সর্বসমক্ষে জানালেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ঘটনা যে সত্যি তা স্বীকার করে নিলেন প্রভাত রায়। কিন্তু হঠাৎ এই দাবি কেন থাকতো পরিচালকের? প্রভাত রায়ের কথায়, "আসলে এইভাবে বলার একটা কারণ আছে। যত বড় মাপের অভিনেতাই হোন না কেন, একটা ছবির ক্ষেত্রে পরিচালকের স্থান সর্বোচ্চ হওয়া উচিত, না হলে পুরো ভিতটাই নড়বড়ে হয়ে যায়। আমার আজও মনে হয় ছবির ক্ষেত্রে পরিচালকরাই আসল। সেই কারণেই আমি এই কথা বলতাম।"
একসময় খাদ্য রসিক পরিচালক হিসাবে পরিচিত ছিলেন প্রভাত রায়। প্রভাত রায় ছবির পরিচালক মানেই, শিল্পী ও কলাকুশলীরা জানতেন যেমন মন দিয়ে কাজ হবে ঠিক তেমনি মন দিয়ে নানা ধরনের খাবারের আয়োজন হবে। সকালবেলা থেকেই ঠিক হয়ে যেত দুপুরে বা রাতে কী খাওয়া হবে। প্রভাত রায়ের শুটিং ফ্লোরের মুহূর্ত মনে করে এদিন আবেগপ্রবণ হয়ে পড়লেন তারকারা।
