আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের অফিসের নিরাপত্তা বাড়াল লালবাজার। বাংলাদেশ হাইকমিশনের অফিসের সামনে বাড়ানো হয়েছে পুলিশকর্মীর সংখ্যা। বাংলাদেশ হাইকমিশনের অফিসের সামনে কলকাতা পুলিশের টেন্টে অন্যান্য দিনের তুলনায় বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। লালবাজারের প্রায় ১৫ থেকে ২০ জন পুলিশ আধিকারিক রয়েছেন নিরাপত্তায় রয়েছেন। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ হাইকমিশনের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনের সম্ভাবনা রয়েছে।




সেই আশঙ্কাতেই আগাম নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। স্বাভাবিক পরিস্থিতিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চার থেকে পাঁচজন পুলিশকর্মীকে নিরাপত্তার জন্য রাখা থাকে। বর্তমান পরিস্থিতিতে বাড়ানো হয়েছে সেই সংখ্যা। বাংলাদেশ থেকে খবর মেলার সঙ্গে সঙ্গেই কলকাতায় তার আঁচ পড়ে। মার্কুইস স্ট্রিটে থাকা বাংলাদেশিরা উল্লাসে ফেটে পড়েন। বিজয় উৎসবের মুখেই কলকাতায় থাকা বাংলাদেশিদের বক্তব্য, ‘সরকারের জুলুম অত্যাচারে মৃত্যু হয়েছে একের পর এক ছাত্রের। আন্দোলনের মুখে পড়ে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’।