আজকাল ওয়েবডেস্ক: জয় ছিনিয়ে এনেছিলেন সে দেশের রাষ্ট্রপতি নির্বাচনে। ডক্টর মহম্মদ মুইজু মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার শপথ নেবেন। রাষ্ট্রপতি হিসেবে মুইজ্জু নির্বাচিত হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। মালদ্বীপের নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। গতকালই মালদ্বীপ পৌঁছেছেন তিনি। প্রতিবেশী প্রথম নীতি এবং সাগর প্রকল্পের মাধ্যমে আঞ্চলিক অংশীদারিত্বে মালদ্বীপকে ভারত যে বিশেষ গুরুত্ব দেয়, শপথ গ্রহণ অনুষ্ঠানে শ্রী রিজিজুর উপস্হিতির মধ্য দিয়ে তা তুলে ধরতে চায় নতুন দিল্লি।