আজকাল ওয়েবডেস্ক : উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে হল ১৭। এর পাশাপাশি ৯ হাজার তীর্থযাত্রীকে উদ্ধার করা হয়েছে। এরা সকলেই অমরনাথ যাত্রা করেছিলেন। ৩১ জুলাই কেদারনাথ যাত্রাপথে ভারী বৃষ্টি হয়। বিপদের মুখে পড়েন তীর্থযাত্রীরা।
এদিন রুদ্রপ্রয়াগ থেকে আরও একজনের দেহ উদ্ধার করা হয়েছে। আরও এক হাজার যাত্রীদের উদ্ধার করার কাজ চলছে। অন্যদিকে হওয়া অফিস জানিয়েছে ৮ আগস্ট পর্যন্ত এই এলাকায় ভারী বৃষ্টি হবে। ফলে উদ্ধার কাজ আরও সমস্যা হবে বলে মনে করছে প্রশাসন। তবে দ্রুত উদ্ধার কাজ করার জন্য মরিয়া চেষ্টা করছে সকলে।
এই কাজে ৮৮২ জন টানা কাজ করে চলেছে। তাঁদের সকলের খাওয়া, জল সবের ব্যবস্থা করা হয়েছে। যাদের উদ্ধার করা হচ্ছে তাঁদের আপাতত রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে। সেখান থেকে তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। শোনপ্রয়াগে একটি সেতু নির্মাণ করেছে ভারতের সেনা। সেখান থেকে সকলকে নিয়ে যাওয়া হচ্ছে।
এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজে শুরু হয়েছে অভিযান। এই এলাকা এমনিতেই ধস প্রবণ। সেজন্য গোটা অপারেশন করতে হচ্ছে যথেষ্ট সাবধানে। সেনার এক অফিসার বলেন, গোটা এলাকা জুড়ে উদ্ধারকে কেন্দ্র করে যাতে কোনও সমস্যা না হয় সেজন্য সবাই সতর্ক রয়েছে।
এদিন রুদ্রপ্রয়াগ থেকে আরও একজনের দেহ উদ্ধার করা হয়েছে। আরও এক হাজার যাত্রীদের উদ্ধার করার কাজ চলছে। অন্যদিকে হওয়া অফিস জানিয়েছে ৮ আগস্ট পর্যন্ত এই এলাকায় ভারী বৃষ্টি হবে। ফলে উদ্ধার কাজ আরও সমস্যা হবে বলে মনে করছে প্রশাসন। তবে দ্রুত উদ্ধার কাজ করার জন্য মরিয়া চেষ্টা করছে সকলে।
এই কাজে ৮৮২ জন টানা কাজ করে চলেছে। তাঁদের সকলের খাওয়া, জল সবের ব্যবস্থা করা হয়েছে। যাদের উদ্ধার করা হচ্ছে তাঁদের আপাতত রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে। সেখান থেকে তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। শোনপ্রয়াগে একটি সেতু নির্মাণ করেছে ভারতের সেনা। সেখান থেকে সকলকে নিয়ে যাওয়া হচ্ছে।
এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজে শুরু হয়েছে অভিযান। এই এলাকা এমনিতেই ধস প্রবণ। সেজন্য গোটা অপারেশন করতে হচ্ছে যথেষ্ট সাবধানে। সেনার এক অফিসার বলেন, গোটা এলাকা জুড়ে উদ্ধারকে কেন্দ্র করে যাতে কোনও সমস্যা না হয় সেজন্য সবাই সতর্ক রয়েছে।
