আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে বক্সিংয়ে লিঙ্গ বিতর্ক নিয়ে তোলপাড় বিশ্ব। আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফকে 'বায়োলজিকাল ছেলে' বলা হয়েছে। দাবি, তাঁর জিনে পুরুষের বৈশিষ্ট আছে। সেই নিয়ে মেয়েদের বক্সিংয়ে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন দ্যুতি চাঁদ। বেশ কয়েক বছর আগে একই সমস্যার সম্মুখীন হন ভারতীয় অ্যাথলিট। দ্যুতি বলেন, '২০১৪ সালে আমি আইওসির নিয়মকে চ্যালেঞ্জ করেছিলাম। সুইজারল্যান্ডের কোর্ট অফ আর্বিট্রেশন অনুযায়ী কারোর বেশি টেস্টোস্টেরোন থাকলে তাঁর অলিম্পিকে অংশ নেওয়ার অনুমতি নেই। তারপর জানা যায়, হরমোন লেভেল কারোর পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে না। সেই সময় আমি খুবই ভুক্তভুগী হয়েছিলাম। আমার লিঙ্গ নিয়ে প্রচুর সমালোচনা হয়। গতকাল ম্যাচ চলাকালীন হাল ছেড়ে দেয় অ্যাঞ্জেলিনা কারিনি। আর এখন ও আলজেরিয়ান বক্সারের টেস্টোস্টেরোন নিতে প্রতিবাদ করছে! অলিম্পিকে অংশ নেওয়ার আগে প্রচুর শারীরিক পরীক্ষা হয়। আমার মনে হয় না এই ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক সৃষ্টি করা ঠিক হবে।'
বর্তমানে এই বিতর্কে তোলপাড় প্যারিস অলিম্পিকের মঞ্চ। বৃহস্পতিবার মাত্র ৪৬ সেকেন্ড চলে ম্যাচ। অ্যাঞ্জেলিনা একটি পাঞ্চ খাওয়ার পরই নাকে হাত দিয়ে রিংয়ের মধ্যে বসে পড়েন। ম্যাচ রেফারি ইমানে খেলিফকে জয়ী ঘোষণা করে। আলজেরিয়ান বক্সারের অলিম্পিকে অংশ নেওয়া নিয়ে প্রতিবাদ জানান ইলন মাস্ক সহ বিশিষ্ট ব্যক্তিরা। শেষপর্যন্ত এই জল কতদূর গড়ায় সেটাই দেখার।
বর্তমানে এই বিতর্কে তোলপাড় প্যারিস অলিম্পিকের মঞ্চ। বৃহস্পতিবার মাত্র ৪৬ সেকেন্ড চলে ম্যাচ। অ্যাঞ্জেলিনা একটি পাঞ্চ খাওয়ার পরই নাকে হাত দিয়ে রিংয়ের মধ্যে বসে পড়েন। ম্যাচ রেফারি ইমানে খেলিফকে জয়ী ঘোষণা করে। আলজেরিয়ান বক্সারের অলিম্পিকে অংশ নেওয়া নিয়ে প্রতিবাদ জানান ইলন মাস্ক সহ বিশিষ্ট ব্যক্তিরা। শেষপর্যন্ত এই জল কতদূর গড়ায় সেটাই দেখার।
