শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

কেন্দ্রীয় বাজেট নিয়ে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে তৃণমূল সরব

কলকাতা | BUDGET CONTRO: তথ্যে বঞ্চনার অভিযোগ খন্ডন বিজেপির, আসল তথ্য কোথায় বলে আক্রমণ তৃণমূলের

Sumit | ০২ আগস্ট ২০২৪ ১৮ : ৩৫Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রের বঞ্চনা। যেই অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। লোকসভা থেকে বিধানসভা নির্বাচন, প্রতিটি নির্বাচনেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সুর চড়িয়েছে বিজেপির বিরুদ্ধে। এমনকী সদ্য হওয়া কেন্দ্রীয় বাজেট নিয়ে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে তৃণমূল সরব হয়েছে।

এই অবস্থায় রাজ্য বিজেপির তরফে প্রকাশ করা হচ্ছে এরাজ্যে চলা কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের হিসাব। যার মধ্যে উজ্জ্বলা যোজনার গ্যাস-সহ খাদ্য প্রক্রিয়াকরণ ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের হিসাবও রয়েছে।

এই তথ্য অনুযায়ী, এরাজ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার এলপিজি গ্যাস-এর সংযোগ দেওয়া হয়েছে ১কোটি, ২৩ লক্ষ, ৭৫ হাজার, ৬৬৫ জনকে। যেটা গোটা দেশে দ্বিতীয় বলেই পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রক জানিয়েছে। এছাড়াও তথ্য প্রকাশ করে জানিয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে কীভাবে এই রাজ্যকে সহযোগিতা করছে তারা।

যে বিষয়টি এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সেটি হল উত্তরবঙ্গে যে বঞ্চনার অভিযোগে তৃণমূল গেরুয়া শিবিরের দিকে আঙুল তুলেছে সেই উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে তথ্যও দিয়েছে বিজেপি। ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে কীভাবে বিভিন্ন প্রকল্পের কথা বলা হয়েছে।

তাহলে কী স্রেফ রাজনীতি করতেই তৃণমূল এই 'বঞ্চনা'র কথা বলছে? রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহার দাবি, 'একদম তাই। রাজনীতি করতেই বঞ্চনার অভিযোগ তুলছে তারা। আগামীদিনে রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় সরকার কী করেছে বা করছে সেসম্পর্কে আরও তথ্য সামনে আনা হবে।'

আসল জায়গাটা এড়িয়ে গিয়ে অন্যরকম তথ্য দিচ্ছে বিজেপি। দাবি তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের। তিনি বলেন, 'জনসংখ্যার নিরীখে পশ্চিমবঙ্গ ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য। তাহলে প্রাপ্তির নিরীখে কেন তিন নম্বরে নয়? যে উজ্জলা গ্যাস নিয়ে দাবি করা হচ্ছে সেই গ্যাসের সংযোগটাই শুধু বিনামূল্যে। গ্যাস সিলিন্ডার কিন্তু বিনামূল্যে নয়। ফলে গ্যাসের দামের এই বিরাট বৃদ্ধির জন্য তাঁরা কিন্তু গ্যাস আর কিনতে পারছেন না। গোটা দেশেই এই প্রকল্পের গ্যাস সংযোগ আর গ্যাস নেওয়ার তথ্যের মধ্যে ফারাকটা বিরাট। বাংলার ক্ষেত্রে যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হল ১০০ দিনের টাকা, আবাস যোজনার টাকা ও জিএসটি বাবদ প্রাপ্য টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে দাবি করেছেন ২০২১ সালে হারার পর যদি তারা ১০০ দিনের কাজ ও আবাস যোজনার জন্য এক টাকাও দিয়ে থাকেন তবে সেটার হোয়াইট পেপার প্রকাশ করুন। এর উত্তর তারা এখনও পর্যন্ত দিতে পারেনি বা বিজেপি এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারেনি। ঘুরিয়ে ফিরিয়ে উজ্জ্বলা বা অন্য কথা বলছে।'

যদিও তৃণমূল বা বিজেপির পারস্পরিক এই দাবিকে 'গট আপ গেম' বলেই মনে করছে সিপিএম। রাজ্য সিপিএম নেতা কৌস্তুভ চ্যাটার্জি বলেন, 'তৃণমূল এবং বিজেপির এই তু তু ম্যায় ম্যায়-এর মাঝে পড়ে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। কেন ১০০ দিনের টাকার প্রতারণা নিয়ে কাউকে গ্রেপ্তার করা হল না? জবাব আছে?'


tmcbjpcpimbudget 2024

নানান খবর

নানান খবর

আইএসসি-তে শীর্ষ স্থান অধিকার করল কলকাতার মেয়ে সৃজনী, কিন্তু তার নেই কোনও পদবি, কেন?

নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

শহর কলকাতায় এবার একদিনের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার জঞ্জালের স্তুপ থেকে! ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য

সল্টলেকে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা

মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.‌৫৬ শতাংশ

সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন

মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?

টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?‌ 

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার 

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক

কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪

সোশ্যাল মিডিয়া