আজকাল ওয়েবডেস্ক: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন বার মুখোমুখি হতে পারে ভারত–পাকিস্তান। প্রসঙ্গত, দু’দেশের দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন বন্ধ। শুধুমাত্র এশিয়া কাপ ও আইসিসি টুর্নামেন্টেই দুই দেশ মুখোমুখি হয়। এদিকে ২০২৫ সালের শুরুতেই পাকিস্তানে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। গত বছর ওয়ান ডে বিশ্বকাপ, মাস দুয়েক আগে টি২০ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত–পাকিস্তান। দু’বারই জিতেছিল ভারত। এদিকে আগামী বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানে। কিন্তু ভারত সেখানে যাবে না খেলতে। ফলে গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলেই টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা। ভারতের ম্যাচ হওয়ার সম্ভাবনা শ্রীলঙ্কা কিংবা দুবাইয়ে।
আটটি দল খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ওয়ান ডে ফরম্যাটে হবে টুর্নামেন্ট। সব কিছু ঠিক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন বার মুখোমুখি হতে পারে ভারত–পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। ফলে গ্রুপ পর্বে একবার মুখোমুখি হচ্ছেই। এরপর সুপার ফোর পর্বেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। দু’দল ফাইনালে গেলে ফের একবার হবে ভারত–পাকিস্তান।
শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ২০১৭ সালে। গ্রুপ লিগে ভারতের কাছে হারলেও ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
আটটি দল খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ওয়ান ডে ফরম্যাটে হবে টুর্নামেন্ট। সব কিছু ঠিক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন বার মুখোমুখি হতে পারে ভারত–পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। ফলে গ্রুপ পর্বে একবার মুখোমুখি হচ্ছেই। এরপর সুপার ফোর পর্বেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। দু’দল ফাইনালে গেলে ফের একবার হবে ভারত–পাকিস্তান।
শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ২০১৭ সালে। গ্রুপ লিগে ভারতের কাছে হারলেও ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
