আজকাল ওয়েবডেস্ক: চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? সরকারি চাকরির পরীক্ষার দিনক্ষণ নিয়ে ভাবনা রয়েছে? আপনি জানেন কি এই মুহূর্তে রেল সহ একাধিক জায়গায় কর্মখালি রয়েছে বিপুল অঙ্কের।

সরকারি তথ্য বলছে, রেল সহ একাধিক বিভাগে এই মুহূর্তে অন্তত ১৫ হাজার কর্মী নিয়োগ করবে সরকার। কোন কোন বিভাগে এই কর্মসংস্থান রয়েছে জানেন? রেল, জম্মু-কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ড, হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনে এই মুহূর্তে রয়েছে বিপুল সংখ্যায় কর্মখালি। অর্থাৎ যাঁরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন জোর কদমে কিংবা অপেক্ষা করছিলেন আবেদনের, এই কর্মখালি-তথ্য তাঁদের জন্য সুবর্ণ সুযোগ।

এবার প্রশ্ন, এইসব বিভাগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানবেন কিভাবে? উল্লিখিত বিভাগগুলির সরকারি ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে সম্পূর্ণ তথ্য। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানাচ্ছে এই মুহূর্তে ৭,৯৫১জন কর্মী নিয়োগ করতে পারবে তারা। কারা কারা আবেদন করতে পারবেন? রেল জানাচ্ছে ১৮ থেকে ৩৬ বছর বয়সীরা, যাঁরা বিই কিংবা বিটেক পাশ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন। কিভাবে হবে পরীক্ষা, নুইর্বাচন, রেলের তরফ থেকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে তাও। ২৯ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। যাঁরা এই চাকরিতে নির্বাচিত হবেন, তাঁরা ৩৫,৪০০ থেকে ৪৪,৯০০ মাসিক বেতন পাবেন। 

জম্মু-কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ডে শূন্যপদ রয়েছে ৪,০০০। ১৮ থেকে ২৮ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। ন্যূনতম যোগ্যতা দশম শ্রেণি উত্তীর্ণ। বেতন ১৯,৯০০ থেকে ৬৩, ২০০। আবেদন করতে হবে ২৯ আগস্টের মধ্যে।

হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনে শূন্যপদ রয়েছে ৩, ১৩৪টি। এখানে আবেদনের শেষ দিন ৩১ জুলাই। ১৮ থেকে ৪২ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম যোগ্যতা দ্বাদশ পাশ।