শুক্রবার ০২ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ৩০ জুলাই ২০২৪ ২২ : ১৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ফের একবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের মুর্শিদাবাদ-মালদহ এবং বিহার-ঝাড়খণ্ডের কয়েকটি জেলাকে নিয়ে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল তৈরির দাবির পক্ষে সওয়াল করার জন্য মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র (কাঞ্চন)কে মেরে পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন হুমায়ুন কবীর।
হুমায়ুন কবীর আজ বলেন, 'মুর্শিদাবাদ জেলার জনসংখ্যা এবং ইতিহাস জেনেই বিজেপির বিধায়করা ২০২১ সালে মুর্শিদাবাদ জেলাতে ভোটে লড়াই করেছিলেন। এখন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের মন্তব্য শোনার পর দুই বিজেপি বিধায়ক মুর্শিদাবাদ মালদহকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলছেন। কিন্তু দুই বিজেপি বিধায়ক ভুলে গেছেন মুর্শিদাবাদ জেলাতে ওরা মাত্র কুড়ি শতাংশ ভোট পেয়েছেন। বাকি আশি শতাংশ ভোট বিরোধী দল পেয়েছে। বিজেপির দুই বিধায়ক মুর্শিদাবাদ জেলার মানুষকে অপমান করছেন। মুর্শিদাবাদ জেলার মানুষ পূর্ব পাকিস্তানের অংশ হতে চাইনি বলেই এই জেলাতে ১৯৪৭ সালের ১৮ই আগস্ট স্বাধীন ভারতের পতাকা উড়েছিল। এই জেলার মানুষ চিরকাল সম্প্রীতিতে বসবাস করেন।'
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ঠিক আগে 'এই জেলাতে আমরা ৭০ শতাংশ, ওরা ৩০ শতাংশ। ভাগীরথীর জলে ভাসিয়ে দেব', এমনই এক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন হুমায়ুন।
আজ হুমকির সুরে তৃণমূলের ভরতপুরের বিধায়ক বলেন, 'বিজেপির দুই বিধায়কের জন্য আমি একাই যথেষ্ট। বিজেপির দুই বিধায়ক কেন্দ্রশাসিত অঞ্চলের স্বপক্ষে মুর্শিদাবাদ জেলাতে পাঁচ হাজার মানুষকে নিয়ে মিছিল করলে আমি বহরমপুর স্কোয়ার ফিল্ডে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির অনুমোদন নিয়ে ২ লক্ষ মানুষকে নিয়ে মিছিল করব। মাত্র কুড়ি শতাংশ ভোটব্যাঙ্ক নিয়ে হুমকি দিলে মেরে দুই বিধায়কের পা ভেঙে দেব। তাঁরা যদি বেশি বাড়াবাড়ি এবং সংযত আচরণ না করেন, তাহলে ইঁদুরকে তাড়া করে যেমন গর্তে ঢোকায় সেভাবে গর্তে ঢুকিয়ে দেব। না পারলে আমার নাম হুমায়ুন কবীর নয়।'
হুমায়ুন কবীরের এই মন্তব্যের পর বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, 'এখানে জিহাদিদের শাসন চলছে। তবে ওনার মত অসভ্য কথা বলতে পারব না। ওনার দল এই ধরনের মন্তব্য সমর্থন করে বলেই উনি বারবার একই ধরনের কথা বলার সাহস পান।'
বহরমপুর বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র বলেন, 'উনি অসীম ক্ষমতার বলে বলিয়ান। আমাদেরকে উনি প্রাণেও মেরে ফেলতে পারেন। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি আপনার দলেরই এক বিধায়ক অন্য দলের নির্বাচিত বিধায়ককে হুমকি দিচ্ছেন আপনি কি ব্যবস্থা নেবেন? হুমায়ুন কবীরের এই হুমকিতে আমরা বিচলিত নই। আমি একাই চলি। কোনও নিরাপত্তা নিই না। মুর্শিদাবাদ এবং মালদহ জেলাতে অবৈধ অনুপ্রবেশের ফলে জনবিন্যাসের যে পরিবর্তন ঘটছে আমার এই বক্তব্য থেকে এক চুলও সরছি না।'
নানান খবর

নানান খবর

মাধ্যমিকে তৃতীয়, মেয়েদের মধ্যে রাজ্যের সেরা ঈশানি চক্রবর্তী

এবছর মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় স্থান পেল বাঁকুড়ার সৌম্য এবং মালদার অনুভব

মাধ্যমিকে প্রথম, ভবিষ্যতে চিকিৎসক হতে চায় অদৃত

বৃহস্পতিতেই থেমে থাকা নয়, শুক্রেও একাধিক জেলায় রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা

মেধাতালিকায় এবারও কলকাতাকে টেক্কা জেলার, মাধ্যমিকে প্রথম অদৃত সরকার

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও