আজকাল ওয়েবডেস্ক: ঘন জঙ্গল। তার থেকেই কান্নার শব্দ ক্ষীণ। সেই শব্ধ শুনেই তড়িঘড়ি পুলিশে খবর দিয়েছিল রাখাল বালক। ঘটনাস্থলে গিয়ে যা দেখল পুলিশ, তাতে একপ্রকার চক্ষু চড়ক গাছ।
বিস্তারিত বলা যাক। ঘটনাস্থল মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার একটি ঘন জঙ্গল। ওই জঙ্গলের দূরবর্তী এক গ্রামের রাখাল আচমকা সন্ধেবেলা কান্নার শব্দ শুনতে পেয়েই খবর দেয় পুলিশে। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে এক মহিলাকে।
ওই মহিলার অবস্থা দেখেই চক্ষু চড়কগাছ পুলিশের। পুলিশ গিয়ে ৫০ বছর বয়সী এক মহিলাকে গাছের সঙ্গে লোহার শেকল বাঁধা অবস্থায় উদ্ধার করেন। মহিলার সঙ্গে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট কপি এবং তামিলনাড়ুর ঠিকানার একটি আধার কার্ড উদ্ধার করেছেন। উদ্ধার করা তথ্য থেকে জানা গিয়েছে, ওই মহিলার নাম ললিতা। তাঁকে উদ্ধার করে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ তাঁর তথ্য সন্ধান করে বিস্তারিত তদন্ত চালাচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে উদ্ধারের বেশ কয়েকদিন আগে থেকেই মহিলা অভুক্ত ছিলেন। তাঁর শরীর দুর্বল।
তবে জঙ্গলের মধ্যে কেন ওই মহিলা বাঁধা অবস্থায় ছিলেন? কতদিন ধরেই বা রয়েছেন সেখানে? পুলিশ এখনও সেসব জানতে পারেনি। বিস্তারিত তথ্যের খোঁজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।
বিস্তারিত বলা যাক। ঘটনাস্থল মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার একটি ঘন জঙ্গল। ওই জঙ্গলের দূরবর্তী এক গ্রামের রাখাল আচমকা সন্ধেবেলা কান্নার শব্দ শুনতে পেয়েই খবর দেয় পুলিশে। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে এক মহিলাকে।
ওই মহিলার অবস্থা দেখেই চক্ষু চড়কগাছ পুলিশের। পুলিশ গিয়ে ৫০ বছর বয়সী এক মহিলাকে গাছের সঙ্গে লোহার শেকল বাঁধা অবস্থায় উদ্ধার করেন। মহিলার সঙ্গে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট কপি এবং তামিলনাড়ুর ঠিকানার একটি আধার কার্ড উদ্ধার করেছেন। উদ্ধার করা তথ্য থেকে জানা গিয়েছে, ওই মহিলার নাম ললিতা। তাঁকে উদ্ধার করে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ তাঁর তথ্য সন্ধান করে বিস্তারিত তদন্ত চালাচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে উদ্ধারের বেশ কয়েকদিন আগে থেকেই মহিলা অভুক্ত ছিলেন। তাঁর শরীর দুর্বল।
তবে জঙ্গলের মধ্যে কেন ওই মহিলা বাঁধা অবস্থায় ছিলেন? কতদিন ধরেই বা রয়েছেন সেখানে? পুলিশ এখনও সেসব জানতে পারেনি। বিস্তারিত তথ্যের খোঁজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।
